রোনালদোর করোনা পজিটিভে দুশ্চিন্তায় জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৫ অক্টোবর ২০২০
রোনালদোর করোনা পজিটিভে দুশ্চিন্তায় জুভেন্টাস

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবার পর্তুগাল ও জুভেন্টাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরেও শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ হলেও রোনালদো দেহে কোন ধরনের উপস্বর্গ দেখা দেয়নি। তবুও নিয়ম অনুযায়ী সুইডেনের বিপক্ষে উয়েফা নেশনস কাপের ম্যাচে তাকে পাওয়া যাবে না।

পর্তুগীজ ফুটবল ফেডারেশন এক ঘোষণায় রোনালদোর করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছে। যেখানে গত রোববার প্যারিসের ফ্রান্সের সাথে নেশনস লিগে গোলশূণ্য ড্র হওয়া ম্যাচে খেলেছেন ৩৫ বছর বয়সী পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এ তারকা ফরোয়ার্ড।

ফেডারেশন থেকে জানানো হয়, শুধুমাত্র রোনালদোর দেহেই করোনা পজিটিভ ধরা পড়েছে। পর্তুগাল দলের অন্যান্য সদস্যদের ফল নেগেটিভ এসেছে। রোববার ফ্রান্সের বিপক্ষে খেলা থাকায় মঙ্গলবার সকলের পরীক্ষা করানো হয়।

এদিকে রোনালদোর করোনায় আক্রান্তের খবরে দুশ্চিন্তায় পড়েছে জুভেন্টাস। সিরি-এ লিগের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী কোন খেলোয়াড় করোনা পজিটিভ হলে তাকে অবশ্যই ১০ দিনের সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে এবং ম্যাচ শুরু করার আগে নেগেটিভ রেকর্ড দেখাতে হবে।

এর অর্থ হলো- শনিবার ক্রোটোনের বিপক্ষে সিরি-এ ম্যাচ ছাড়াও আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডায়নামো কিয়েভের বিপক্ষে প্রথম ম্যাচটিতে রোনালদো খেলতে পারছেন না। একই সাথে ২৮ অক্টোবর (বুধবার) বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

এছাড়া জুভেন্টাসের দু’জন স্টাফ করোনা পজিটিভি হওয়া সত্ত্বেও রোনালদোসহ অন্যান্য সতীর্থরা ক্লাব ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। যা নিয়ে কার্যত বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।

মূলত আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের মধ্যে কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। ওয়েলসের সাথে নেশনস লিগে ড্র করার আগমুহূর্তে আয়ারল্যান্ডের পাঁচজন খেলোয়াড়ের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। ইউক্রেনের ১৪ জন খেলোয়াড় এ ভাইরাসে আক্রান্ত হওয়া পুরো নতুন দল নিয়ে তাদের জার্মানির বিপক্ষে নেশনস লিগে খেলতে হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার টার্গেটে পল পগবা

বার্সেলোনার টার্গেটে পল পগবা

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

১৫ বছর পর আর্জেন্টিনার বলিভিয়া জয়

১৫ বছর পর আর্জেন্টিনার বলিভিয়া জয়