ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে পেরুর দলে করোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৪ অক্টোবর ২০২০
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে পেরুর দলে করোনা

ফাইল ফটো

ব্রাজিলের বিপক্ষে বুধবার অনুষ্ঠিতব্য বিশ্বাকাপ বাছাইপর্বের ম্যাচের আগে পেরুর শিবিরে হানা দেখা দিয়েছে করোনাভাইরাস। দলের দুই খেলোয়াড় রাওল রুইডিয়াজ ও অ্যালেক্স ভালেরার দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।পেরুভিয়ান ফুটবল ফেডারেশন (এফপিএফ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সোমবার লিমার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ট্রেনিং সেশনে যোগ দিতে পারেননি তারা দু’জন। এ মাঠেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পেরু।

এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, ‘খেলোয়াড়দের মধ্যে গুরুতর কোন উপস্বর্গ দেখা যায়নি। এ কারণে সকলেই স্বস্তিতে আছে। ইতোমধ্যেই তাদেরকে পুরো স্কোয়াড থেকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হয়েছে।’

গত সপ্তাহে প্যারাগুয়ের সাথে ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু করেছে পেরু। অন্যদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।

বিশ্বকাপ বাছাইপর্বের অন্যান্য কনফেডারেশনের ম্যাচগুলো করোনা মহামারির কারণে আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

মেজর লিগ সকারের করোনার হানা, তিন ম্যাচ বাতিল

মেজর লিগ সকারের করোনার হানা, তিন ম্যাচ বাতিল

রেফারিকে আক্রমণ করায় আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক

রেফারিকে আক্রমণ করায় আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক

বিশ্বকাপ বাছাইপর্বে রেফায়িং নিয়ে বিতর্ক

বিশ্বকাপ বাছাইপর্বে রেফায়িং নিয়ে বিতর্ক