২০২১ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ও ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির এ মিডফিল্ডার বর্তমানে নেশনস লিগ খেলতে বেলজিয়াম জাতীয় দলের সাথে রয়েছেন।
বেলজিয়াম ও ইংল্যান্ড দুটি দলই দুই বছর আগে রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ডি ব্রুইনা বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডের সব সম্ভাবনাই রয়েছে। তাদের দলটি একেবারেই তরুণ, যাদের নিয়ে ভবিষ্যতের আশা করা যায়।’
১৯৬৬ সালে বিশ্বকাপের একমাত্র শিরোপাটি ঘরে তোলার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে বড় কোন শিরোপা দেখা পায়নি ইংল্যান্ড। গত মৌসুমে প্রিমিয়ার লিগে বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হওয়া ডি ব্রুইনা বলেছেন, ‘আগামী বছর ইউরো ও বিশ্বকাপের দিকে ইংল্যান্ডের টার্গেট করা উচিত। আমি মনে করি তাদের সেই সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিবারই বেশ কয়েকটি দল এ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামে। কিন্তু আমি বিশ্বাস করি ইংল্যান্ডের খেলোয়াড়রা যে মানের ক্লাবের ফুটবল খেলে থাকে তাতে তাদের আরো আগেই এই শিরোপাগুলো পাওয়া উচিত ছিল।’
সাবেক সোয়ানসি সিটি, উইগান ও এভারটন এবং বর্তমানে বেলজিয়াম বস রবার্তো মার্টিনেজও ডি ব্রুইনার সাথে একমত পোষণ করেছেন। বলেন, ‘সাউথগেটের খেলোয়াড়রা সবসময়ই ভালো ফুটবল উপহার দেয়। বিশ্বের যেকোন খেলোয়াড়ের সাথে তাদের তুলনা করা যায়। একটি বড় শিরোপা ঘরে তোলা এখন তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র।’
নেশনস লিগকে সামনে রেখে প্রস্তুতিমূলক ম্যাচে বৃহস্পতিবার ওয়েম্বলিতে ওয়েলসকে ৩-০ গোলে পরাজিত করেছে বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড। ম্যাচে ডোমিনিক কালভার্ট-লুইন, কন কোডি ও ড্যানি ইনংস গোল করেছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]