মেজর লিগ সকারের করোনার হানা, তিন ম্যাচ বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৩ এএম, ১২ অক্টোবর ২০২০
মেজর লিগ সকারের করোনার হানা, তিন ম্যাচ বাতিল

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস এবার আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঘরোয়া লিগ মেজর লিগ সকারে। হঠাৎ করেই লিগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এমএলএস’র তিনটি ম্যাচ বাতিল করেছে লিগ কর্তৃপক্ষ।

এমএলএসে এর আগে শুধুমাত্র শনিবার কোলোরাডো র‌্যাপিড বনাম এলএ গ্যালাক্সির নির্ধারিত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। এ দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়।

তবে এরপর বাতিলের তালিকায় রোববার নির্ধারিত কলম্বাস ক্রু বনাম ওরলান্ডো সিটি এবং এফসি ডালাস বনাম মিনিয়েসোটা ইউনাইটেডের মধ্যকার ম্যাচটিও যুক্ত হয়।

কোভিড-১৯ এর কারণে এই নিয়ে র‌্যাপিডসদের টানা চতুর্থ ম্যাচ বাতিল করা হলো। গত ২৪ সেপ্টেম্বর থেকে কোলোরাডোর ১২ জন স্টাফ ও ৫ জন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। যে কারণে তাদের বিপক্ষে স্পোর্টিং কানসান সিটি, পোর্টল্যান্ড টিম্বার্স ও এলএএফসি’র নির্ধারিত তিনটি ম্যাচই আগে বাতিল করা হয়।

সর্বশেষ তারা ২৩ সেপ্টেম্বর সান জোসে আর্থকোয়েকের বিপক্ষে ম্যাচে অংশ নিয়েছিল। ম্যাচটিতে তারা ৫-০ গোলে জয়ী হয়। এদিকে কলম্বাসের দু’জন স্টাফ ও ডালাস ও মিনিয়েসোটার দু’জন খেলোয়াড়ের পজিটিভ কেস নিশ্চিত করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেফারিকে আক্রমণ করায় আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক

রেফারিকে আক্রমণ করায় আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক

বিশ্বকাপ বাছাইপর্বে রেফায়িং নিয়ে বিতর্ক

বিশ্বকাপ বাছাইপর্বে রেফায়িং নিয়ে বিতর্ক

তুরষ্কের কাছে হোঁচট খেয়ে জার্মানির আফসোস

তুরষ্কের কাছে হোঁচট খেয়ে জার্মানির আফসোস

ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিল করোনা

ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিল করোনা