রেফারিকে আক্রমণ করায় আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ এএম, ১১ অক্টোবর ২০২০
রেফারিকে আক্রমণ করায় আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক

রেফারিকে আক্রমণ করার জেড়ে জার্মান লোয়ার লিগে এক গোলরক্ষককে আট বছর নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মানির আইনানুযায়ী, গোলরক্ষকের পুরো নাম প্রকাশ করা হয়নি। তবে আক্রমণের কারণে সামেট নামের ওই গোলরক্ষকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সেপ্টেম্বরে এসভি ওপাম ও সিএসভি ম্যারাথন টু’র মধ্যকার ম্যাচটিতে সামেট পিছন থেকে রেফারিকে আক্রমণ করে বসে। ওই সময় ম্যাচের ৮০ মিনিটে স্বাগতিকরা যে গোলটি করে সমতায় এসেছিল সেই গোলটি নিয়েই মূলত বিতর্ক শুরু হয়।

সফরকারী দল বারবার আহ্বান জানাতে থাকে গোলটি হয়েছে অফ-সাইড পজিশন থেকে। যে কারণে সিএসভি’র এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী রেফারি। ওই সময় গোলরক্ষক বক্সের ভেতর হঠাৎ করেই বেরিয়ে এসে রেফারিকে পিছন থেকে আক্রমণ করে বসেন।

ওই ঘটনায় সাথে সাথে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। গোলরক্ষক যেন ক্লাবের অনুশীলন কিংবা ক্লাব চত্বরে প্রবেশ করতে না পারেন সে ব্যপারে সিএসভির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। যদিও আইনি জটিলতার কারণে সরাসরি তাকে ক্লাব থেকে বহিষ্কার করার কোন এখতিয়ার সিএসভির ছিল না। তবে ওই ঘটনায় তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার স্থানীয় এফএ আট বছরের নিষেধাজ্ঞা জারি করে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্বে রেফায়িং নিয়ে বিতর্ক

বিশ্বকাপ বাছাইপর্বে রেফায়িং নিয়ে বিতর্ক

ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিল করোনা

ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিল করোনা

পিঠের ইনজুরিতে নেইমার, বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত

পিঠের ইনজুরিতে নেইমার, বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত

বাছাইপর্বের শুরুতেই ব্রাজিলের গোল উৎসব

বাছাইপর্বের শুরুতেই ব্রাজিলের গোল উৎসব