বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনার মাঝে ক্রিকেট খেলা মাঠে ফিরিয়েছে ইংল্যান্ড। তবে ফুটবলে থমকে যেতে হলো দেশটিকে। করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের মধ্যকার অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রীতি ম্যাচ।
বৃহস্পতিবার (৮ অক্টোরব) ম্যাচ চলাকালীন স্কটল্যান্ডের কোচ বিলি স্টার্কের করোনা টেস্টের ফল পজিটিভ আসায় ঘটে বিপত্তি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, ফুটবল এসোসিয়েশনের সেন্ট জর্জেস পার্ক ট্রেনিং কমপ্লেক্সে যখন টেস্টের ফলাফল পৌঁছায়, তখন ৩-১ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে খবর পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। এমনকি দুই দলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটিও স্থগিত করা হয়। রোববার (১২ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
England Under-19s' match with Scotland at St. George's Park this afternoon was abandoned in the first half as a precaution in line with COVID protocol. We are not in a position to comment further at this time.
— England (@England) October 8, 2020
স্কটিশ ফুটবল এসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, কোভিড-১৯ পজিটিভ আসায় বিলি ১০ দিন নিজ গৃহে আইসোলেশনে থাকবেন। এছাড়া ম্যাচে অংশগ্রহণকারী দলের সব খেলোয়াড় ও স্টাফদেরও ১৪ দিনের সতর্কতামূলক আইসোলেশনে পাঠানো হবে।
তবে এ ঘটনার প্রভাব অবশ্য ইংল্যান্ডের সিনিয়র দলের ওপর পড়বে না বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের প্রস্তুতির জন্য ইংলিশ দলটি বর্তমানে সারের পেনিহিল পার্কে অবস্থান করছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]