ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিল করোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ১০ অক্টোবর ২০২০
ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিল করোনা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনার মাঝে ক্রিকেট খেলা মাঠে ফিরিয়েছে ইংল্যান্ড। তবে ফুটবলে থমকে যেতে হলো দেশটিকে। করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের মধ্যকার অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রীতি ম্যাচ।

বৃহস্পতিবার (৮ অক্টোরব) ম্যাচ চলাকালীন স্কটল্যান্ডের কোচ বিলি স্টার্কের করোনা টেস্টের ফল পজিটিভ আসায় ঘটে বিপত্তি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, ফুটবল এসোসিয়েশনের সেন্ট জর্জেস পার্ক ট্রেনিং কমপ্লেক্সে যখন টেস্টের ফলাফল পৌঁছায়, তখন ৩-১ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে খবর পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। এমনকি দুই দলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটিও স্থগিত করা হয়। রোববার (১২ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্কটিশ ফুটবল এসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, কোভিড-১৯ পজিটিভ আসায় বিলি ১০ দিন নিজ গৃহে আইসোলেশনে থাকবেন। এছাড়া ম্যাচে অংশগ্রহণকারী দলের সব খেলোয়াড় ও স্টাফদেরও ১৪ দিনের সতর্কতামূলক আইসোলেশনে পাঠানো হবে।

তবে এ ঘটনার প্রভাব অবশ্য ইংল্যান্ডের সিনিয়র দলের ওপর পড়বে না বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের প্রস্তুতির জন্য ইংলিশ দলটি বর্তমানে সারের পেনিহিল পার্কে অবস্থান করছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ধর্ষণের প্রতিবাদে এবার টাইগারদের ঐক্যবদ্ধ ভিডিও বার্তা

ধর্ষণের প্রতিবাদে এবার টাইগারদের ঐক্যবদ্ধ ভিডিও বার্তা

চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড

চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

করোনায় বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ কত?

করোনায় বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ কত?