মেসির পেনাল্টি গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০৯ অক্টোবর ২০২০
মেসির পেনাল্টি গোলে আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ বাছাই পর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা। দলের পক্ষে ১৩ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। লা বোম্বোনেরার ম্যাড়মেড়ে ম্যাচে আর কোন গোল করেতে পারেনি দুই দল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইকুয়েডরের বিপক্ষে অনুমিত একাদশটাই মাঠে নামিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে গোলবার পাহারায় চমক হিসেবে ফ্রাঙ্কো আর্মানিকে রেখেছিলেন তিনি।

ঘরের মাঠ স্তাদিও আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। তবে গোছানো ফুটবল খেলতে না পারায় গোলের দেখা পাচ্ছিল না। একমাত্র যে গোলটি আসে তাও পেনাল্টি থেকে।

ম্যাচের ১১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওক্যাম্পাসোকে প্রতিপক্ষের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন মেসি।

বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেলেও ইকুয়েডরের রক্ষণের কাছে প্রতিহত হয় আর্জেন্টিনা। এছাড়া দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্যবধান বাড়ানো সুযোগ পেয়েছিল মেসিরা। তবে মেসির পাস থেকে পাওয়া বল গোলমুখের একেবারে কাছ থেকেও কাজে লাগাতে পারেননি ওক্যাম্পাসো।

ম্যাচের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পেলেও গোল আদায় করেতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে পুরো খেলায় ইকুয়েডর দুইবার আর্জেন্টিনার গোলমুখে বল পাঠালেও গোল আদায় করার মতো শ্যূট করতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

২০২১ সালে শিরোপার খরা কাটবে আর্জেন্টিনার, বিশ্বাস মেসির

২০২১ সালে শিরোপার খরা কাটবে আর্জেন্টিনার, বিশ্বাস মেসির

এক নজরে লিওনেল মেসির কীর্তি

এক নজরে লিওনেল মেসির কীর্তি