ইতালীয় ডিফেন্ডার মাত্তেও ডার্মিয়ানকে দলভুক্ত করে রক্ষণভাগকে আরও শক্তিশালী করছে ইন্টার মিলান। তবে কিনে নেওয়ার সুযোগ রেখে পারমা থেকে তাকে ধারে দলভুক্ত করা হচ্ছে। ইন্টার মিলান এ ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
২০২১ সালে জুনের শেষভাগ পর্যন্ত ডার্মিয়ানের ওই ধারের চুক্তি বহাল থাকবে। এরপর ২.৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দিয়ে তাকে স্থায়ীভাবে দলভুক্ত করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
৩০ বছর বয়সি এ ডিফেন্ডার ২০১৫ সালে তুরিনো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তবে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। এরপর ২০১৯ সালে পারমার হয়ে ফের ইতালীতে ফিরে আসেন ডার্মিয়ান।
| ANNUNCIO
— Inter (@Inter) October 5, 2020
Matteo @DarmianOfficial è un nuovo giocatore dell'Inter: il comunicato https://t.co/FsDsq0OdUr#WelcomeDarmian pic.twitter.com/GzN5CtEO9z
আজ্জুরিদের হয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এ ডিফেন্ডার ২০১৪ সালের বিশ্বকাপ স্কোয়াডেরও অংশ ছিলেন। তবে গত তিন বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ডার্মিয়ান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]