নানা আলোচনা-সমালোচনার পরও টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। নিজেকে ভোট দিয়ে আবারও জয়ী করায় কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বাফুফের নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩৫ জন ভোট দিয়েছেন। তার মধ্যে সর্বোচ্চ ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন। সালাউদ্দিনের ‘সম্মিলিত পরিষদ’ থেকে পাস করেছেন ১৪ জন। তবে নির্বাচিত সবাইকে নিয়েই কাজ করতে চান সালাউদ্দিন।
নির্বাচনী জয়ী হওয়ার পর রাত ১২টায় সংবাত সম্মেলনে এসে তিনি বলেন, আমাদের বিজয়টা ভোটারদের বিজয়। নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলেছে। উত্তরটা দেওয়ার ছিল ভোটারদের, ভোটাররা সে উত্তর দিয়েছে। ভোটারদেরকে আমি এবং আমার প্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ ফুটবলের সাবেক এ তারকা খেলোয়াড় বলেন, ১২ বছরে কোনো লিগ খেলা মিস হয়নি এবং এটা করি বলেই খেলোয়াড়রা এবং কাউন্সিলররা যারা ফুটবলের সঙ্গে সরাসরি জড়িত তারা আমাকে সাপোর্ট করে। জয়ের এটাই একমাত্র কারণ।
তিনি আরও বলেন, আজকে সব খেলোয়াড়রা, কারেন্ট প্লেয়াররা আমাকে উইস করতে আসছে, যারা এখনও খেলছে। অতীতের খেলোয়াড়রা না। আজকের খেলোয়াড়রা যখন আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে, তখনই আমি বুঝেছি, হয়ত আমি কিছু ঠিক কাজ করেছি। এ জন্যই তারা আসছে।
টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর সালাউদ্দিন বলেন, যারা নির্বাচিত হয়েছেন তারা আমার প্যানেল থেকে আসুক বা অন্য প্যানেল থেকে আসুক তাদেরকে তো ভোটাররা এনেছে। অবশ্যই আমি তাদের সঙ্গে কাজ করবো। কারণ, আমি তো ফুটবল করতে আসছি। এটা রাজনীতি না যে, এক দলের সঙ্গে অন্য দলের মিলবে না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]