চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৪ অক্টোবর ২০২০
চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। এর ফলে আগামী চার বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় তারকার হাতেই থাকছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থী সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। তার দুই প্রতিদ্বন্দ্বি বাদল রায় ৪০ ভোট এবং শফিকুল ইসলাম মানিক পেয়েছে মাত্র একটি ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। শেখ মোহাম্মদ আসলামকে হারিয়ে তিনিও কাজী সালাউদ্দিনের মতো চতুর্থবারের মতো এ দাঢিয়ত্বে নির্বাচিত হলেন। মুর্শেদী পেয়েছেন ৯১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

এদিকে চার সহ-সভাপতি পদের তিনটিতে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন পরিষদ থেকে। তারা হলেন- ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক।

এছাড়া তাবিথ আওয়াল ও মহিউদ্দিন আহমেদের সমান সংখ্যক ভোট পাওয়া আগামী ৩১ অক্টোবর () তাদের দু’জনকে নিয়ে আবারও ভোট অনুষ্ঠিত হবে।

২০০৮ সালে সালাউদ্দিন প্রথমবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১২ সালে দ্বিতীয় এবং ২০১৬ সালে তৃতীয় মেয়াদে বাফুফের নেতৃত্ব পান বাংলাদেশ ফুটবল দলের এ সাবেক ফরোয়ার্ড।

দেশের ফুটবলের কিংবদন্তি সালাউদ্দিন ক্লাব ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছেন ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডে। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়েও তিনি মাঠ মাতিয়েছেন।

খেলোয়াড় ছাড়া সংগঠক হিসেবেও সালাউদ্দিনের পরিচিতি রয়েছে। তিন দফায় বাফুফে সভাপতির দায়িত্ব পালনের আগে সংস্থাটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের টানা তৃতীয়বার সভাপতি দায়িত্ব পালন করছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফের নির্বাচন ঘিরে সোনারগাঁওয়ে সাজসাজ রব

বাফুফের নির্বাচন ঘিরে সোনারগাঁওয়ে সাজসাজ রব

বিশ্বাস করুন, মন পড়ে রয়েছে বাফুফের নির্বাচনে : ফিফা সভাপতি

বিশ্বাস করুন, মন পড়ে রয়েছে বাফুফের নির্বাচনে : ফিফা সভাপতি

মিঠুনের লড়াকু ইনিংসের পর মমিনুলের সেঞ্চুরি

মিঠুনের লড়াকু ইনিংসের পর মমিনুলের সেঞ্চুরি

মেয়েদের আইপিএলে ডাক পেয়েছেন জাহানারা ও সালমা

মেয়েদের আইপিএলে ডাক পেয়েছেন জাহানারা ও সালমা