ইউরোপিয়ান ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা। তবে শর্ত জুড়ে দিয়েছে তারা। শর্ত মানতে পারলেই মাঠে দর্শক প্রবেশ করতে পারবেন।
এক বিবৃতিতে উয়েফা জানায়, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই ইউরোপিয়ান ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোয় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ পর্যন্ত দর্শক মাঠে প্রবেশ করতে পারবে।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিশ্ব ফুটবল অঙ্গনও বন্ধ হয়ে যায়। তবে গত জুনে করোনার মধ্যে পুনরায় শুরু হয় ফুটবল লড়াই। তবে সব ম্যাচই হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে।
তবে সুপার কাপে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ঢোকার অনুমতি দিয়েছিল উয়েফা। গত ২৪ সেপ্টেম্বর বুদাপেস্টে বায়ার্ন মিউনিখ ও সেভিয়ার মধ্যকার ম্যাচটি দর্শকের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। গ্যালারিতে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিল। সকল স্বাস্থ্যবিধি মেনে গ্যালারিতে প্রবেশ করতে পারবে দর্শকরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]