চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ এএম, ০৩ অক্টোবর ২০২০
চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসির মুখোমুখি লড়াই এখন আর লা লিগায় দেখা যায় না। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২০-২১ মৌসুমে আবারও মেসি-রোনালদো মুখোমুখি হচ্ছেন। দীর্ঘদিন পরে হলেও আবারও দুই তারকার দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্বে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। নতুন মৌসুমে একই গ্রুপে খেলবেন বর্তমান সময়ের দুই সেরা ফুটবলা তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে ‘জি’ গ্রুপে পড়েছে বার্সেলোনা ও জুভেন্টাস। একই গ্রুপে অন্য দুই দল হলো ইউক্রেনের দিনামো কিয়েভ ও হাঙ্গেরির ফেরেন্সভারোস।

প্রতি গ্রুপ থেকে দুটি করে দল নকআউট পর্বে খেলবে। গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে চলতি অক্টোবর মাসে ২০ ও ২১ তারিখ।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ও দল

গ্রুপ ‘এ’ : বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, সালসবুর্ক, লোকোমোতিভ মস্কো
গ্রুপ ‘বি’ : রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ইন্টার মিলান, বরুশিয়া মনশেনগ্লাডবাখ
গ্রুপ ‘সি’ : পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্শেই
গ্রুপ ‘ডি’ : লিভারপুল, আয়াক্স, আতালান্তা, মিতউইলা

গ্রুপ ‘ই’ : সেভিয়া, চেলসি, ক্রাসনোদার, রেন
গ্রুপ ‘এফ’ : জেনিত সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাৎসিও, ক্লাব ব্রুজ
গ্রুপ ‘জি’ : জুভেন্টাস, বার্সেলোনা, দিনামো কিয়েভ, ফেরেন্সভারোস।
গ্রুপ ‘এইচ’ : পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, লাইপজিগ, ইস্তানবুল বাসাকসেহির।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার বড় ব্যবধানে জয়ে ম্যাচে গোলশূন্য মেসি

বার্সেলোনার বড় ব্যবধানে জয়ে ম্যাচে গোলশূন্য মেসি

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

চেলসি থেকে রস বার্কলিকে দলে ভেড়ালো অ্যাস্টন ভিলা

চেলসি থেকে রস বার্কলিকে দলে ভেড়ালো অ্যাস্টন ভিলা

গোল খরা কাটালেন ইকার্ডি : রেইমসকে হারালো পিএসজি

গোল খরা কাটালেন ইকার্ডি : রেইমসকে হারালো পিএসজি