দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান মানিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২০
দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান মানিক

দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডানেশন (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদ প্রার্থী আতাউর রহমান মানিক। কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচনী লড়াইয়ে নামা দেশের বিশিষ্ঠ ব্যবসায়ী মানিক বলেন- পরিবর্তন নয়, দেশের ফুটবলরেক এগিয়ে নিতে চাই বহুদূর।

তিনি বলেন, আধুনিক জিমনেশিয়াম থেকে শুরু করে কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরির ইচ্ছে আছে। দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল জিততে পারে, তাহলে এ কাজগুলো দ্রুত করবো। ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম করার জন্য ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রথম আবেদনই থাকবে এটা।

নিজের নির্বাচনী ভাবনা নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটো প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি কাজী সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ। আতাউর রহমান মানিক নির্বাচন করছেন সালাউদ্দিন-সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত ফুটবল পরিষদের ব্যানারে।

নোয়াখালী জেলার এ ক্রীড়া সংগঠক ব্যবসায়ী হিসেবে বেশ সফল। ফুটবলের সাথে জড়িত অনেক দিন থেকেই। তবে নির্বাচন পক্রিয়ায় একেবারেই নতুন মুখ। এবারই প্রথম বাফুফে’র নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। তাই লড়াইয়ের ময়দানে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। প্রতিদ্বন্দ্বি হিসেবে আছেন আরও ৭ জন।

সহ-সভাপতি চারটি পদের বিপরীতে নির্বাচন করছেন ৮ জন। বর্তমান সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, তাবিথ আওয়াল, মহিউদ্দিন আহমেদ মহি ছাড়াও এ পদে এবার নির্বাচন করছেন ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান মানিক, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

নির্বাচনী বৈতরণী পাড় হওয়ার কৌশল সম্পর্কে খোলাসা করলেও নির্বাচিত হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী আতাউর মানিক। বলেন, ‘আমি নির্বাচন পক্রিয়ায় প্রথম হলেও ফুটবলে নতুন নই। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলার ফুটবলে স্পন্সর করে আসছি। ইতোমধ্যে কাউন্সিলরদের সাথে আলাপ করেছি। তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি আমি নির্বাচনে জয় লাভ করবো।’

নির্বাচিত হলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্নের কথা জানান তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর মানিক। বলেন, ‘আমি জানি ফুটবলের মূল সমস্যা কোথায়। আমার লক্ষ্য ফুটবলে পরিবর্তন নয়, এগিয়ে নেওয়া। আর্থিক সমস্যা দূর করতে পারলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। আমি সেই স্বপ্নই দেখছি। সালাউদ্দিন-সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল যদি আসতে পারি তাহলে অনেক কিছুই করা সম্ভব হবে। আমি নির্বাচনের আগে কোন কথা বলতে চাই না।’

তিনি আরও বলেন, ‘জিততে পারলেও ৪ অক্টোবর থেকে আমি কথা বলবো। এবং কাউন্সিলররাও তখন দেখবে আমি কী করছি, না করছি। আমার প্রথম লক্ষ্য একটা আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম করা এবং কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করা। কমপ্লায়েন্স স্টেডিয়াম অবশ্যই সরকারের সহযোগিতা নিয়ে করবো। তাছাড়া আর্থিক সমস্যা সমাধানে বড় বড় কর্পোরেট হাউজগুলোকে ফুটবলমূখী করবো। তৃণমূলে কাজ করতে হবে। নজর দিতে হবে বয়স ভিত্তিক ফুটবলে। জেলা লিগগুলো নিয়মিত করার ইচ্ছে আছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফের ভাবমূর্তি বিনষ্ট করলে আইনি ব্যবস্থা

বাফুফের ভাবমূর্তি বিনষ্ট করলে আইনি ব্যবস্থা

অশ্রুসজল চোখে বার্সেলোনা ছাড়লেন সুয়ারেজ

অশ্রুসজল চোখে বার্সেলোনা ছাড়লেন সুয়ারেজ

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়