গোল খরা কাটালেন ইকার্ডি : রেইমসকে হারালো পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০
গোল খরা কাটালেন ইকার্ডি : রেইমসকে হারালো পিএসজি

দীর্ঘদিনের গোল খরা থেকে মুক্তি পেলেন মাউরো ইকার্ডি। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচে তার দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ২-০ গোলে রেইমসের বিপক্ষে জয়লাভ করেছে। ম্যাচের দুই অর্ধে দুটি গোলই করেছেন ইকার্ডি।

লিগে পরপর দুই ম্যাচে হেরে তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল পিএসজি। নিসের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তৃতীয় ম্যাচে এ জয়ের ফলে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে উঠে এসেছে প্যারিস জায়ান্টরা। শীর্ষে থাকা রেনের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।

ম্যাচের নবম মিনিটে এমবাপের পাসের বলটি কিছুটা দূরে থাকলেও বেশ ঠান্ডা ছিলেন ইকার্ডি। এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন ইকার্ডি। এর তিন মিনিট আগে নেইমারের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন এমবাপে।

১৩ মিনিটে মিনিটে ইকার্ডির হেড, পরের মিনিটে ডি মারিয়ার বাঁ পায়ের শট হয় লক্ষ্যভ্রষ্ট। তিন মিনিট পর ডি মারিয়ার ক্রসে ইকার্ডির হেডের বল ফিরিয়ে দেন গোলরক্ষক। ৩৮তম মিনিটে নেইমারের ফ্রি কিকও লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোলমুখ থেকে বাইরে মেরে নষ্ট করেন আরেকটি সুযোগ।

ম্যাচের ৬১তম মিনিটে নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এমবাপের বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ইকার্ডি। শেষ দিকে পাবলো সারাবিয়ার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেলে ব্যবধান আর বাড়াতে পারেনি পিএসজি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্যারিস জায়ান্টদের।

২৪ জুলাই ফ্রেঞ্চ কাপের ফাইনালের পর এই প্রথম ‘অসাধারণ চার’ খেলোয়াড় কিলিয়ান এমবাপে, নেইমার, এ্যাঞ্জেল ডি মারিয়া ও ইকার্ডিকে একত্রে মাঠে নামিয়েছিল পিএসজি। কোভিড-১৯ সংক্রমনের শিকার হয়ে ফুটবল থেকে দূরে ছিলেন চতুষ্টয়। ইনজুরির কারণে এমবাপে এবং নিষেধাজ্ঞার কারণে নেইমার দলের বাইরে কাটালেও কোচ থমাস টাচেল ইকার্ডিকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল ও ফাইনালে।

এদিকে ফেব্রুয়ারির পর প্রথম স্কোরশিটে নাম তোলার পর ইকার্ডি বলেন, ‘আক্রমনভাগে গোল করাটা গুরুত্বপূর্ণ। আজকেও আমরা আগে ভাগে ম্যাচের দখল নিতে দেরি করেছি। আমাদের মধ্যে দক্ষতার ঘাটতি ছিল। তবে এ ফলাফলে আমরা খুশি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের রক্ষা

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের রক্ষা

বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

অভিষেকেই উজ্জ্বল সুয়ারেজ, অ্যাথলেটিকোর গোল বন্যা

অভিষেকেই উজ্জ্বল সুয়ারেজ, অ্যাথলেটিকোর গোল বন্যা

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জিদানের ম্যাচ জয়ের সেঞ্চুরি

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জিদানের ম্যাচ জয়ের সেঞ্চুরি