বার্সেলোনার অনেক সাফল্যের নায়ক হলেও অশ্রুসজল চোখে বিদায় নিতে হয়েছে বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে। বার্সলোনা ছাড়ার পর অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন সাবেক এই বার্সা তারকা। অ্যাথলেটিকোর হয়ে অভিষেকেই আলো ছড়ালেন সুয়ারেজ।
অ্যাথলেটিকোর হয়ে অভিষেক ম্যাচে বদলি নেমে দুই গোল করার পাশাপাশি করিয়েছেন এক গোল। ম্যাচের ৭১ মিনিটে সুয়ারেজকে বদলি হিসেবে নামান কোচ দিয়েগো সিমেওনে। মাঠে নামার এক মিনিটের মধ্যে মার্কোস ইয়োরেন্তেকে দিয়ে গোল করান সুয়ারেস। আর শেষ দিকে দুই গোল করেন তিনি, যেখানে দুইটি গোলেই অবদান রাখেন ইয়োরেন্তে।
লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রোববার গ্রানাডাকে ৬-১ ব্যবধানে হারিয়েছে আথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন অভিষিক্ত সুয়ারেজ। বাকি চার গোল করেন দিয়েগো কস্তা, আনহেল কোরেয়া, জোয়াও ফেলিক্স ও মার্কোস ইয়োরেন্তে। গ্রানাডার হয়ে একমাত্র গোলটি করেন জোর্জে মলিনা।
নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে শুরু থেকেই গ্রানাডাকে চেপে ধরে অ্যাথলেটিকো। যার ফলে গোল পেতেও দেরি হয়নি সিমেওনের শিষ্যদের। ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কস্তা। কস্তার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল কোরেয়া।
বিরতি থেকে ফিরে অ্যাথলেটিকো যেন আরও ধারালো। ম্যাচের ৬৫তম মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন ফেলিক্স। আর বদলি নামার এক মিনিটের মধ্যে ইয়োরেন্তেকে দিয়ে গোল করান অভিষিক্ত সুয়ারেজ। আর শেষ দিকে ৮৫তম মিনিটে ও যোগ করা সময়ে ইয়োরেন্তের জোড়া অ্যাসিস্টে জোড়া গোল করেন সুয়ারেজ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]