রিয়াল বেতিসকে হারানোর মধ্য দিয়ে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে শততম জয়ের কৃতিত্ব অর্জন করেছেন জিনেদিন জিদান। এ ফ্রেঞ্চম্যানের অধীনে লস ব্ল্যাঙ্কোসরা লা লিগায় সর্বমোট ১৪৭টি ম্যাচ খেলেছে।
২০১৬ সালের ৪ জানুয়ারি রিয়াল মূল দলের কোচ হন জিদান। ফরাসি কিংবদন্তি কি তখন ভাবতে পেরেছিলেন এতটা পথ পেরিয়ে আসবেন। রিয়ালের ইতিহাসে ডাকাবুকো কোচের অভাব নেই। তবে তাদের অনেকেই ক্লাবটির ডাগ আউটে বেশি দিন টিকতে পারেননি। দুই মেয়াদে জিদান এ ক্লাবের দায়িত্ব নিয়ে রূপকথায় যোগ করলে ১০০তম জয়।
১৪৭টি ম্যাচের মধ্যে ৫৫টি ঘরের মাঠে ও বাকিগুলো ঘরের বাইরে। এ ম্যাচগুলোর মধ্যে জিদানের দল গোল করেছেন ৩৪২টি ও হজম করেছে ১৪২টি।
জিদানের থেকে একমাত্র মিগুয়েল মুনোজের অধীনে লা লিগায় সর্বোচ্চ ২৫৭টি ম্যাচে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক মাদ্রিদ মিডফিল্ডার জিদানের কোচিংয়ে গ্যালাকটিকোরা ২০১৬/১৭ ও ২০১৯/২০ মৌসুমে লা লিগার দুটি শিরোপা জয় করেছে।
জয়ের হিসেবে জিদানের সামনে এখন শুধুই মুনোজ। তবে লা লিগায় দ্রুততম ১০০ ম্যাচ জয়ের দৌড়ে জিদান তৃতীয়। বার্সেলোনা কোচ হিসেবে ১৩২তম ম্যাচে এসে শততম জয় তুলে নিয়েছিলেন পেপ গার্দিওলা। এরপর মুনোজ (১৩৯) এবং তারপর জিদান (১৪৭)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]