ম্যাচের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২-১ গোলে জিতে শিরোপা উৎসব করছে হান্স ফ্লিকের দল।
খেলার ১৩তম মিনিটে লুকাস ওকাম্পোস সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধে ৩৪তম মিনিটে সমতা টানেন লেয়ন গোরেটস্কা। এর ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ে ১০৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন মার্তিনেস। প্রতিযোগিতায় জার্মান ক্লাবটির এটি দ্বিতীয় শিরোপা।
এ শিরোপা জয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২৩ ম্যাচ জিতলো ইউরোপ চ্যাম্পিয়নরা। গত বছরের ৭ ডিসেম্বরে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে সর্বশেষ হেরেছিল বায়ার্ন। এরপর টানা ৩২ ম্যাচের মধ্যে ৩১ জয় এবং একটি মাত্র ম্যাচে ড্র রয়েছে।
এদিকে করোনাভাইরাসের মাঝেও এ ম্যাচে ২০ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল উয়েফা। দর্শকরাও বেশ উপভোগ করেছেন ম্যাচটি।
১৩তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ওকাম্পোসের সফল স্পট-কিকে এগিয়ে যায় সেভিয়া। ইভান রাকিতিচকে ডি-বক্সে বায়ার্ন ডিফেন্ডার দাভিদ আলাবা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
গোল হজমের পর কয়েক মিনিটের মধ্যে দুটি সুযোগ হাতছাড়া করে বায়ার্ন। ভালো জায়গায় বল পেয়েও গোলপোস্টের বাইরে দিয়ে মারেন বাঁজামাঁ পাভার্দ। রবের্ত লেভানদোভস্কির শট ফেরান গোলরক্ষক। তবে গোলের দেখা পেতে বেশি দেরি করতে হয়নি তাদের।
ম্যাচের ৩৪তম মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান গোরেটস্কা। সতীর্থের ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে বল সামনে বাড়ান রবার্ট লেভানডোভস্কি। ডান পায়ের শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা। তবে এর দুইমিনিট পর এগিয়ে যেত সেভিয়া। লুক ডি ইয়ং বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
সমতায় থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বল জালে পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন রবার্ট লেভানডোভস্কি। তবে ভিএআরের সাহায্যে সেটিও অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়।
নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এর আগে বিপদে পড়েছিল বায়ার্ন। নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে অতি আক্রমণাত্মক হতে গেলে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন ইউসেফ এন-নেসাইরি। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। নিচু শট ঝাঁপিয়ে ঠেকান মানুয়েল নয়ার।
অতিরিক্ত ৩০ মিনিটের সময়ের ১৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন মার্তিনেস। আলাবার শট গোলরক্ষক ফেরালে ফিরতি বল হেডে জালে পাঠান তিন মিনিট আগে বদলি নামা এ স্প্যানিশ মিডফিল্ডার। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]