ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষের ম্যাচ মারামারিয় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজির নেইমার। এবার নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেলেন না ডি মারিয়াও। ওই ঘটনার জেরে ডি মারিয়াকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ।
১৪ সেপ্টেম্বর (সোমবার) মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারে যায় নেইমার-ডি মারিয়ার পিএসজি। লিগে পিএসজির সেটি ছিল টানা দ্বিতীয় হার। তবে ম্যাচের শেষ দিকে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা।
মারামারির কারণে রেফারি পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
সে সময় রেফারি বা ভিএআরের চোখ এড়িয়ে গেলেও মার্শেইর কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস পরে অভিযোগ করেন, ডি মারিয়া তার দলের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে থুতু মেরেছিলেন। সেই অভিযোগ তদন্ত করে বুধবার (২৪ সেপ্টেম্বর) ডি মারিয়াকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। যদিও নিষিদ্ধ করার কারণ হিসেবে থুতু ছিটানোর কথা বলা হয়নি।
ডি মারিয়ার নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে। যার ফলে রোববার (২৭ সেপ্টেম্বর) লিগে রেসের বিপক্ষে খেলতে পারবেন তিনি। এরপর অঁজে, নিম, দিজঁ ও নঁতের বিপক্ষেও খেলত পারবেন না ৩২ বছর বয়সী এ ফুটবল তারকা।
এর আগে ম্যাচ মারামারি করার অপরাধে নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নেইমার যে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন সেটিরও তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) নেইমারের করা অভিযোগের তদন্ত শুরু হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]