জয় ‍দিয়ে মৌসুম শুরু জুভেন্টাসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২০
জয় ‍দিয়ে মৌসুম শুরু জুভেন্টাসের

শিরোপা ধরে রাখার মিশনে সিরি-এ লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করলো ৯বারের লিগ শিরোপা জয়ী জুভেন্টাস। ঘরের মাঠে সাম্পদোরিয়াকে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সিরি-এ লিগে নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দলের হয়ে গোল তিনটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো, দেজান কুলুসেভসকি ও লিওনার্দো বোনুচ্চি।

ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকেই সাম্পদোরিয়াকে চেপে ধরে জুভেন্টাস। ম্যাচের ১৩তম মিনিটে ডি-বক্সে রোনালদো বল হারালে বল পেয়েছেন অভিষিক্ত সুইডিশ মিডফিল্ডার কুলুসেভসকি। বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। তাতে অভিষেক ম্যাচে গোল করে অভিষেকটা রাঙিয়ে রাখলো এই সুইডিশ মিডফিল্ডার।

২৪তম মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ হতে পারতো, কিন্ত রোনালদোর জোরালো শট ক্রসবারে বাধা পায়। ৩৪তম মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন এই পর্তুগীজ ফরোয়ার্ড। তাতেও ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৮তম মিনিটে আরও একবার ব্যর্থ হন রোনালদো। প্রায় আট গজ দূর থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৭৮তম মিনিটে কর্ণার থেকে গোল আদায় করেন বোনুচ্চি। গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও দ্বিতীয়বার আর প্রতিহত করতে পারেননি। কয়েক দফায় ব্যর্থ হওয়ার পর অবশেষে ম্যাচের ৮৮তম মিনিটে গোল করেন রোনালদো। র‌্যামজির পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা