বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ৩ অক্টোবর (শনিবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিন এবারও একই পদে নির্বাচন করছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নির্বাচনকে সামনে রেখে বেশ লম্বা ইশতেহার ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে তুলে ধরেছেন গত ১২ বছরে নিজের সাফল্যের চিত্র।
২০২২ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে -এমন স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ২০১২ সালের নভেম্বরে এমন স্বপ্ন দেখার পর সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কারণ, বিশ্বকাপ খেলার তো দূরের কথা বাংলাদেশ ফুটবল ফিফা র্যাংকিংয়ে আর পিছিয়েছে।
নির্বাচনের ইশতেহারে ২০২২ সালের কাতার বিশ্বকাপ স্বপ্ন দেখানো সময় সালাউদ্দিন দ্বিতীয় মেয়াদে ছিলেন। এরপর ২০১৬ সালে তৃতীয় মেয়াদে নির্বাচন করে সভাপতি হলেও দেশের ফুটবলের কোন উন্নয়ন হয়নি। তবে চতুর্থ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে বিশ্বকাপের স্বপ্ন থেকে সরে এসেছেন তিনি। এখন তার স্বপ্ন বাংলাদেশ ফুটবলকে ফিফা র্যাঙ্কিংয়ে দেড়শ’র মধ্যে নিয়ে আসা।
বাফুফে নির্বাচনকে সামনে রেখে রোববার (২০ সেপ্টেম্ব) ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। সেখানে তার প্রধান লক্ষ্য ১৮৭তম স্থানে থাকা বাংলাদেশকে ১৫০-এর নিচে নামিয়ে আনা।
বাংলাদেশের র্যাংকিং পিছনে দিকে চলে যাওয়ার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, দেখুন প্রতিটি মানুষেরই কিছু লক্ষ্য থাকে। তখন বলেছিলাম বিশ্বকাপে খেলানোর, সেটা তো লক্ষ্য ছিল। আমরা সেই রাস্তায় নেমেছি, এখনো আছি। চেষ্টা করছি এগিয়ে নেওয়ার।
তিনি বলেন, আমরা যখন এসেছি, তখন ফিফা র্যাঙ্কিং ১৮০ ছিল; এখন ১৮৭। র্যাঙ্কিংয়ের অনেক কিছুর ব্যাপার আছে। বিশ্বকাপ জিতেও ফ্রান্স প্রথম অবস্থানে নেই। বেলজিয়াম আছে এক নম্বরে। আসলে এখানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা তিন বছর টানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারিনি। তাই গ্রাফটা পেছনে গেছে। সামনে চেষ্টা করব কীভাবে ১৫০-এর কাছাকাছি আনা যায়।
সংবাদমাধ্যমকে দায়ী করে সালাউদ্দিন বলেন, আপনারা সবসময় পুরোনো খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেন। তাদের দিকে ফোকাস দেন। যত টক শো আছে, শুধু সাবেকদের ডাকেন। তবে আমাদের নতুন ছেলেদের ডাকেন না। আপনারা ২৫ বছর আগের খেলোয়াড়দের সারাক্ষণ ফোকাসে রাখেন, আমাদের খেলোয়াড়দের রাখেন না। আমি আশা করব, আপনারা এখনকার ফুটবলারদের সাপোর্ট করবেন।
তবে সংবাদমাধ্যমের ফোকাসের চেয়ে খেলা দিয়ে সামনে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ কি-না -সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান সালাউদ্দিন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]