মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০
মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চেয়েছিলেন - সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশ পেলেও শেষ পর্যন্ত বার্সাতেই থেকে গেছে লিওনেল মেসি। তবে ২০২১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন কি-না সেটি একমাত্র মেসিই জানেন।

এদিকে উলভসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে মেসি ইস্যুতে মুখ খুলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির বিশ্বাস কাতালানিয়া ছেড়ে আসতে পারলে ছয়বারের ব্যালন ডিঅর খেতাব জয়ী তাদের দলেরই চালকের আসনে বসতেন।

মেসিকে নিয়ে গার্দিওলা বলেন, ‘আমার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আমার মনে হয় এর অনুভূতি মেসিই কিছুটা ভালো বর্ণনা করতে পারবে। এর সঙ্গে যোগ করার কিছু নেই আমার। সে বার্সেলোনার খেলোয়াড়। যে ক্লাবটিকে আমি ভালোবাসি। এর বেশি বলার কিছু নেই।’

২০২১ সালে গ্রীষ্মেই ফ্রি ট্রান্সফার ফিতে বার্সা ছাড়তে পারবেন মেসি। কিন্তু তখন তিনি আদৌ ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন কি-না সেটি নিয়ে অন্ধকারে আছেন চার বছরে ১৪টি ট্রফি এনে দিয়ে বার্সেলোনার সবচেয়ে সফল কোচ গার্দিওলা। বলেন, ‘আমি ঠিক জানি না। আমি অন্য মানুষের ইচ্ছা কী তা বলতে পারি না।’

মেসির ইউটার্নের পর গ্রীষ্মকালীন দল বদলে ভ্যালেন্সিয়া থেকে ফেরান তোরেস ও বোর্নমাউথ থেকে নাথান একেকে দলে ভিড়িয়েছে সিটি। এ বছর গার্দিওলার দলটি শুধুমাত্র লিগ কাপের শিরোপা জয় করতে পেরেছে। প্রিমিয়ার লিগে রানারআপ হলেও চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১৮।

আবুধাবির মালিকানাধীন সিটির জন্য শত মিলিয়ন অর্থ ব্যয় করা দলে নতুন খেলোয়াড় দলভুক্তির ঘাটতি বিষয়ে কোন অভিযোগ নেই বলেও মন্তব্য করেছেন গার্দিওলা। বলেন, ‘এখানে আসার পর থেকেই এ দলে আমি যা করতে পেরেছি তাতে সন্তুষ্ট। আমি মনে করি ক্লাবটি শুধুমাত্র আমার জন্য এতসব কিছু করেনি। বরং ক্লাব এবং আমাদের সবার জন্য করেছে।’

তিনি বলেন, ‘যা কিছু ঘটার, ঘটবে। খেলোয়াড়ের জন্য আমাদের যদি অপেক্ষা করার থাকে করতে হবে। তবে আমি খুশি। এসব বিষয় নিয়ে আমার কোন অভিযোগ নেই। এ খেলোয়াড়দেরকে ক্লাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা, নেই ডি মারিয়া-অ্যাগুয়েরা

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালো সেন্ট এতিয়েন

৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালো সেন্ট এতিয়েন

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল