করোনা পরবর্তী সময়ে আগামী অক্টোবল থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। বলিভিয়া ও পেরুর ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বলিভিয়া ও পেরুর ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন হেড কোচ তিতে।
করোনার আগে ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক অ্যালিসন বেকার না থাকলেও এবারের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছেন কোচ তিতে। এছাড়া দলে জায়গা পেয়েছেন লা লিগার শেষ দিকে রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়ানো তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। অনুমেয়ভাবে দলে রয়েছেন দলের সেরা তারকা নেইমার।
বলিভিয়া ও পেরুর বিপক্ষের ম্যাচ দুইটি গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। করোনার পরবর্তী সময়ে মাঠে ফেরায় শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। যেখানে ৮ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর বলিভিয়া ম্যাচের পাঁচ দিন পর পেরুর মাঠে খেলবে ব্রাজিল।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। একই দিনে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। যেখানে ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে আর তার পাঁচদিন পর বলিভিয়ার বিপক্ষে নামবে মেসি-দিবালা-মার্টিনেসরা।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: আলিসন বেকার, ওয়েভারতন, সান্তোস
ডিফেন্ডার: দানিলো, গাব্রিয়েল মেনিনো, রেনান লোদি , আলেক্স তেলেস, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, ফেলিপে, রদ্রিগো কাইয়ো
মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ব্রুনো গিমারেস, দগলাস লুইস, এভেরতন রিবেইরো, ফিলিপে কৌতিনিয়ো
ফরোয়ার্ড: নেইমার, এভেরতন, গাব্রিয়েল জেসুস, রদ্রিগো, রবের্তো ফিরমিনো, রিচার্লিসন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]