অক্টোবরে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুইটি সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারশন। তবে ৩০ সদস্যের দলে নেই পিএসজির হয়ে দারুণ খেলা অ্যানহেল ডি মারিয়া ও ম্যানসিটির সার্জিও অ্যাগুয়েরা।
৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ পর্বের লড়াই শুরু করবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ১৩ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা। প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচ দুইটি হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় ম্যাচগুলো।
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লিওনেল মেসি অনুমেয়ভাবে ফিরেছেন লিওনেল স্কালোনির ৩০ সদস্যের দলে। ২০১৭ সালের পর দলে ফিরেছেন সিরি-এ লিগে ও চ্যাম্পিয়নস লিগে আটালান্টার হয়ে দুর্দান্ত খেলা গোমেস। ফিরেছেন ২০১৮ সালে সর্বশেষ আর্জেন্টিনার হয়ে খেলা জিওভানি সিমিওনে।
গোমেস ও সিমিওনেরা ফিরলেও দলে ফেরা হয়নি পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো ডি মারিয়া। এদিকে অস্ত্রোপচারের পর এখনও ঠিকঠাক অনুশীলন শুরু করতে না পারায় অনুমেয়ভাবে স্কোলানির দলে নেই ম্যানসিটির আগুয়েরো।
আর্জেন্টিনার ৩০ সদস্যের দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেস, হুয়ান মুসো, আগুস্তিন মার্চেসিন
ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, রেনসো সারাভিয়া, হের্মান পেস্সেইয়া, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, নেহুয়েন পেরেস, ওয়াল্তার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো প্যারাদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো ডি পল, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লুকাস ওকামপোস, নিকোলাস গঞ্জালেস, আলেক্সিস মাক আয়িস্তের, আলেহান্দ্রো গোমেস, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেস, ভিওভানি সিমেওনে ও ক্রিস্টিয়ান পাভোন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]