বুন্দেসলিগার নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমের শুরুতে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সার্জিও জিনাব্রির হ্যাটট্রিকে শালকেকে উড়িয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শালকের বিপক্ষে ৮-০ গোলে জিতেছে বায়ার্ন। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সার্জিও জিনাব্রি। এছাড়া একটি করে গোল করেছেন গোরেস্কা, রবার্ট লেভানডোভস্কি, টমাস মুলার, লেয়র সানে ও জামাল মুসিয়ালা।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে চ্যাম্পিয়নরা। তাতে গোল পেতে দেরি হয়নি আট আসরের লিগ চ্যাম্পিয়নদের। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন জিনাব্রি। জিনাব্রির গোলের পর গোল ব্যবধান দ্বিগুণ করেন গোরেস্কা। ম্যাচের ১৯তম মিনিটে মুলারের পাস বল জালে জড়ান তিনি।
এমনিতেই ২-০ গোলে পিছিয়ে শালকে, তারপর ডি-বক্সের মাঝে পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কিকে ফাউল করে বসে। তাতে করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের ৩১তম মিনিটে ওই পেনাল্টি থেকে গোল আদায় করে গোল ব্যবধান তিনগুণ করেন লেভানডোভস্কি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতি থেকে ফিরে বায়ার্ন যেন আরও পরিণত, আরও যেন ধারালো। সানের জোড়া অ্যাসিস্টে ম্যাচের ৪৭ ও ৫৯তম মিনিটে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জিনাব্রি। এরপর মুলার, সানে ও বদলি নামা ১৭ বছর বয়সী মুসিয়ালার গোল করলে ৮-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]