সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০
সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি প্রার্থী থেকে গত ১২ সেপ্টেম্বর (শনিবার) সরে দাঁড়িয়েছেন বাদল রায়। তবে সময় শেষে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করায় আইনগতভাবে তিনি এখনো বৈধ প্রার্থী। ফলে নির্বাচনের ব্যালট পেপারে তাকেও ভোট দেওয়ার ব্যবস্থা রাখবে নির্বাচন কমিশন।

এদিকে প্রার্থীতা প্রত্যাহারের ৬ দিন পর শুক্র্রবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছেন বাদল রায়। সেখানে বাদল রায় বলেন, ১২ সেপ্টেম্বর আমার স্ত্রীর বাফুফে ভবনে যেতে এক ঘণ্টা দেড়ি হয়েছে। সময় চলে যাওয়ায় আমার মনোনয়নপত্র প্রত্যাহারে আইনগতভাবে একটা সমস্যা হয়েছে।

তিনি বলেন, সমস্যাটা ইচ্ছা করলে সমাধান করা যেত। সালাউদ্দিন সাহেবের তো শক্তি অনেক। চাইলেই পারতেন সমস্যার সমাধান করতে। আমাকে কেন হয়রানি করছেন, আমি জানি না। আমি মনে করি সবাই নির্বাচন করবেন। উনিও এটা ফেস করতে পারবেন বলে আমি মনে করি।

কোন চাপ থেকে সরে দাঁড়াচ্ছেন কি-না জানতে চাইলে বাদল রায় বলেন, অনেকে হয়তো মনে করছেন আমার ওপর খুব চাপ আছে। আসলে চাপ না। আমি আবারও বলছি, শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছি। আমাকে ভোট দিলেও আমি কাজ করতে পারব কি-না তা নিয়ে সংশয় আছে।

সরে গেলও নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেবেন কি-না জানতে চাইলে বাদল রায় বলেন, নির্বাচনে কী হবে না হবে, সেটা পরে দেখা যাবে। তবে নির্বাচনে দাঁড়িয়ে আমি আমার তৃণমূলের সংগঠকদের সঙ্গে প্রতারণা করতে পারব না। আমার শরীর খারাপ। এটা আমার জানানো দরকার, জানিয়ে দিয়েছি।

সংবাদ সম্মেলনের কান্না করেন বাদল রায়। তার মাথে স্ত্রী মাধুরী রায়ও চোখ মোছেন। তিনি বলেন, ফুটবল ছাড়া আমি বাঁচতে পারব না। যখনই প্রয়োজন হবে তখনই সংবাদ সম্মেলন করবো। আপনারা (সাংবাদিক) ডাকলেই আসবো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় ফুটবলে ক্ষতি ১১ বিলিয়ন ডলার : ফিফা

করোনায় ফুটবলে ক্ষতি ১১ বিলিয়ন ডলার : ফিফা

ফুটবল, ক্লাব ও খেলোয়াড় নিয়ে কমিটির ছয় সিদ্ধান্ত

ফুটবল, ক্লাব ও খেলোয়াড় নিয়ে কমিটির ছয় সিদ্ধান্ত

আমি জনপ্রিয় বলেই আমাকে নিয়ে আলোচনা হয় : সালাউদ্দিন

আমি জনপ্রিয় বলেই আমাকে নিয়ে আলোচনা হয় : সালাউদ্দিন

তারকা স্বীকৃতি দিয়ে ফুটবল একাডেমিগুলোকে পুরস্কৃত করবে বাফুফে

তারকা স্বীকৃতি দিয়ে ফুটবল একাডেমিগুলোকে পুরস্কৃত করবে বাফুফে