নিষিদ্ধ হলেন এভরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১২ নভেম্বর ২০১৭
নিষিদ্ধ হলেন এভরা

নিজ দলের সমর্থককে ‘কারাতে কিক’ দিয়ে অঘটনের জন্ম দেয়া মার্সেই ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে ইউরোপীয়ান সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ২০১৮ সালের জুন পর্যন্ত তিনি কোন খেলায় অংশ নিতে পারবেন না। একই সঙ্গে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।

ফ্রেঞ্চ ক্লাব মার্সেইর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে ক্লাবের চুক্তিও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

গত সপ্তাহে ইউরোপা লিগে পর্তুগীজ ক্লাব ভিটোরিয়া গুইমারেসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় মার্সেইর এক সমর্থকের সাথে অসদাচরণ করেন ইভরা। ঘটনাটির পরপরই মার্সেই থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল।

মার্সেই সভাপতি জ্যাকুস-অঁরি এরাদ ঘটনাটিতে দারুন হতাশা ব্যক্ত করে বলেছেন, ১৯৯৩ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির জন্য এটি একটি কালো দিন। বিশেষ করে ইভরার জন্য বিষয়টি অত্যন্ত হতাশার, সে ঘটনার পরপরই এর পরিণাম বুঝতে পেরেছিল। দ্বিতীয়ত, সমর্থকদের জন্য বিষয়টি হতাশার। একজন খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়। সব মিলিয়ে এর সাথে ক্লাবের ভাবমূর্তিও জড়িত।



শেয়ার করুন :


আরও পড়ুন

জাপানের জালে নেইমারদের ৩ গোল

জাপানের জালে নেইমারদের ৩ গোল

বিশ্বকাপে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

হুমকির মুখে ইতালির গর্বিত বিশ্বকাপ

হুমকির মুখে ইতালির গর্বিত বিশ্বকাপ

অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি