হিগুয়েইনকে বাদ দিতে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০
হিগুয়েইনকে বাদ দিতে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো

আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে ১৮.৩ মিলিয়ন ইউরো লোকসান দিয়ে সম্পর্ক ছিন্ন করেছে জুভেন্টাস। বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস বলেছে, পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আর্জেন্টাইন তারকাকে বরখাস্ত করেছে তারা।

তবে জুভেন্টাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ চুক্তি বাতিলে প্রায় ১৮.৩ মিলিয়ন ইউরোর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব তৈরি করবে।’

রিয়াল মাদ্রিদ ও নাপোলির সাবেক এ ফরোয়ার্ড ডেভিড ব্যাকহ্যামের মেজর লিগ সকারের ফ্র্যাঞ্চাইজি ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।

জুভেন্টাস হিগুয়েইনের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণার পরপরই ইন্টার মিয়ামির কোচ দিয়েগো আলনসো সাংবাদিকদের জানিয়েছেন, ওই ফুটবলার ফ্লোরিরডা ভিত্তিক দলের অংশ হতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘গঞ্জালো ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়াদি চূড়ান্ত করছেন। আশা করছি এ সপ্তাহেই আপনাদের কাছে বড় খবরটি দিতে পারব। বলতে পারব সে আমাদের খেলোয়াড়।’

২০১৬ সালে নাপোলি থেকে হিগুয়েইনকে দলভুক্ত করার সময় রিলিজ ক্লজের ৯০ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল জুভেন্টাস। গত মৌসুমে ধারে এসি মিলান ও চেলসিতে যাওয়ার আগে তিনি ব্যর্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন।

জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলোকে ৩২ বছর বয়সি হিগুয়েইন বলেছেন যে, তিনি ৯ বারের সিরি এ চ্যাম্পিয়নদের পরিকল্পনায় আর বেশি দিন থাকছেন না। তুরিনে পৌঁছার পর পিরলো বলেন, ‘তিনি ছিলেন একজন অসাধারণ চ্যাম্পিয়ন, মাহান খেলোয়াড়। কিন্তু তার দিন শেষ হয়ে আসছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, ভারতের অবনতি

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, ভারতের অবনতি

ফুটবল, ক্লাব ও খেলোয়াড় নিয়ে কমিটির ছয় সিদ্ধান্ত

ফুটবল, ক্লাব ও খেলোয়াড় নিয়ে কমিটির ছয় সিদ্ধান্ত

জার্গেনসেনের মেয়াদ বাড়ালো নিউজিল্যান্ড

জার্গেনসেনের মেয়াদ বাড়ালো নিউজিল্যান্ড