১০ বছরের সম্পর্কের ইতি, আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় মার্টিনেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
১০ বছরের সম্পর্কের ইতি, আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় মার্টিনেজ

ইংলিশ জায়ান্ট আর্সেনালের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্সেনাল থেকে ২০ মিলিয়ন পাউন্ডে মার্টিনেজকে দলে ভিড়িয়েছে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন চার বছরের চুক্তিতে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন। গত মৌসুমে আর্সেনালকে এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ে মার্টিনেজের অবদান ছিল। কিন্তু এবারের মৌসুমে তাকে বার্নাড লিনোর পর দ্বিতীয় গোলরক্ষক হিসেবে মাঠে নামতে হয়েছে।

ভিলা বস ডিন স্মিথ বলেছেন, ‘নতুন গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজের সাথে চুক্তি করতে পেরে আমরা দারুণ আনন্দিত। আর্সেনালে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমরা সেটা জানি। গত মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্স আমরা দেখেছি। সুযোগ পাওয়ার সাথে সাথেই আমরা এমিলিয়নোকে লুফে নিয়েছি। আশা করছি দীর্ঘ মেয়াদে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে।’

গানার্স জার্সি গায়ে ১০ বছরের ক্যারিয়ারে মার্টিনেজ প্রথম একাদশে খেলেছেন ৩৯টি ম্যাচ। ২০১০ সালে ইন্ডিপেন্ডিয়েন্ট থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ধারে ছয়টি ক্লাবে খেলেছেন। বারবার ধারে খেলতে যাওয়াটা একেবারেই মুখকর ছিল না বলে জানান তিনি।

আর্সেনালের ওয়েবসাইটে মার্টিনেজ বলেছেন, ‘এতগুলো সুন্দর বছর উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। গত কয়েক মাসে আর্সেনালের সমর্থকদের সামনে নিজেকে প্রমাণ করতে পারার সুযোগ পাওয়ায় আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। বারবার ধারে খেলতে যাওয়াটাও সুখকর ছিল না। সবসময়ই ফিরে আসাটা দারুণ আনন্দের ছিল। যাওয়ার আগে দুটি শিরোপা আমরা পেয়েছি, এর অনুভূতি ভিন্ন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বেলকে ছাড়তে চায় রিয়াল, দলে ভেড়াতে আলোচনায় টটেনহ্যাম

বেলকে ছাড়তে চায় রিয়াল, দলে ভেড়াতে আলোচনায় টটেনহ্যাম

জিরোনার বিপক্ষেও উপেক্ষিত সুয়ারেজ

জিরোনার বিপক্ষেও উপেক্ষিত সুয়ারেজ

আমি জনপ্রিয় বলেই আমাকে নিয়ে আলোচনা হয় : সালাউদ্দিন

আমি জনপ্রিয় বলেই আমাকে নিয়ে আলোচনা হয় : সালাউদ্দিন

বাবার স্মৃতি জড়ানো ক্লাবেই থেকে গেলেন অবামেয়াং

বাবার স্মৃতি জড়ানো ক্লাবেই থেকে গেলেন অবামেয়াং