মৌসুম শুরুর আগেই বড় ধরনের ধাক্কা লেগেছে স্পোর্টিং লিসবন শিবিরে। পর্তুগাল লিগের নতুন মৌসুম শুরুর মাত্র একদিন আগে ক্লাবটির কোচ রুবেন আমোরিমসহ ৮ জন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। ক্লাবের এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা আক্রান্ত হলেও তাদের দেহে কোন ধরনের উপস্বর্গ দেখা দেয়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হচ্ছে পর্তুগীজ লিগের ২০২০-২১ মৌসুম। করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গিল ভিসেন্টের বিপক্ষে শনিবার লিসবনের প্রথম ম্যাচ।
এদিকে গিল ভিসেন্টে তাদের ক্লাবের ১০ জন খেলোয়াড় ও পাঁচজন কোচিং স্টাফসহ সর্বমোট ১৫টি পজিটিভ কেসের বিষয় আগেই নিশ্চিত করেছে। কিন্তু যারা নেগেটিভ এসেছে তাদের নিয়ে বুধবার থেকে তারা অনুশীলন শুরু করেছে।
ক্লাবটির এক মুখপাত্র জানিয়েছে, পুরো দলের ওপর থেকে কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া হয়েছে। পজিটিভ হওয়া ১৫ জন বর্তমানে আইসোলেশনে আছেন। বাকিদের নিয়ে অনুশীলন শুরু হয়েছে।
এদিকে এখন পর্যন্ত শনিবারের (২০ সেপ্টেম্বর) ম্যাচটি বাতিল করা হয়নি। তবে পর্তুগালের স্বাস্থ্য সচিব এন্টোনিও লাকের্ডা বলেছেন, প্রতিটি ম্যাচের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবকিছু পর্যবেক্ষণ করবে।
গত রোববার তিনজন খেলোয়াড় পজিটিভ আসায় ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছিল লিসবন। মঙ্গলবারের মধ্য সেই সংখ্যা সাতে উন্নীত হয়েছে।
সম্প্রতি লাফিয়ে লাফিয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পর্তুগালে চলতি সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি কঠোর করা হয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যাসহ নতুন আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]