দলবদলের নানা ঘটনার পর প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে গোলশূন্য ছিলেন লিওনেল মেসি। তবে চার দিন পর আবারও মাঠে নেমে ভক্ত-সমর্থকদের মন কাড়লেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ দুটি গোল করেছেন মেসি। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে মেসির দুই গোলে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে নিজের প্রথম গোলটি করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অর্থাৎ ম্যাচের ৫১তম মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে তিনি।
Leo #Messi pic.twitter.com/1n1KYgXMmR
— FC Barcelona (@FCBarcelona_es) September 16, 2020
ডি-বক্সের মুখ থেকে বাঁ পায়ের শটে পোস্টের বাম পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। মেসির দুই গোলের আগে ম্যাচে ২১তম মিনিটে প্রথম গোল করেন ফিলিপ কৌতিনহো।
২০০১ সালে যুব দলের হয়ে বার্সেলোনায় নাম লেখানো লিওনেল মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে রিলিজ ক্লজের শর্তে আটকা পড়ে আরও এক মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।
Leo #Messipic.twitter.com/1n1KYgXMmR
— FC Barcelona (@FCBarcelona_es) September 16, 2020
২০০৪ সালে বার্সার মূল দলে খেলতে শুরু করা মেসি এখন পর্যন্ত সব মিলিয়ে ন্যু ক্যাম্পে ক্যারিয়ারের ২০টি বসন্ত পাড় করেছেন। ২০ বছরের সব সময়ই ক্লাবের প্রতি অনুগত ছিলেন তিনি। এবার দলবদলের বড় ধাক্কা সামলিয়েও বার্সা তাকে ঠিক আগের মতোই পাবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]