চলতি সপ্তাহের শেষে শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। আর এ মৌসুমকে সামনে রেখে সীমিত আকারে প্রতিটি স্টেডিয়ামে দর্শকের প্রবেশের অনুমতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ।
পরীক্ষামূলকভাবে বুন্দেস লিগার ১৮টি ক্লাবের স্টেডিয়ামগুলোতে ছয় সপ্তাহের জন্য ধারণক্ষমতার ২০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। এর অর্থ হচ্ছে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে আলিয়াঁজ এরিনাতে শালকে ০৪’এর বিপক্ষে মৌসুম শুরু করতে যাওয়া বায়ার্ন মিউনিখ তাদের ১৫ হাজার সমর্থককে স্বাগত জানাতে পারবে।
এদিকে দর্শক প্রবেশের সুযোগ দিলেও বেশ কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে। সমর্থকদের অবশ্যই মাস্ক পড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে এবং একে অন্যের থেকে দেড় মিটার দূরত্ব বজায় রেখে বসতে হবে। কোন অ্যাওয়ে সমর্থকের প্রবেশের অনুমতি নেই। এছাড়া মাঠে সকল প্রকার মধ্যপান নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধিনিষেধ বুন্দেস লিগাসহ সবধরনের অপেশাদার খেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ইতোমধ্যেই গত সপ্তাহ থেকে জার্মান কাপের প্রথম রাউন্ডে পরীক্ষামূলকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিভিন্ন প্রদেশে স্বাস্থ্য অধিদপ্তরের আইন যেহেতু ভিন্ন সে কারণেই বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধেরও পার্থক্য রয়েছে।
চলতি বছরের মার্চে বিশ্ব জুড়ে করোনাভাইরস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর প্রথম ইউরোপীয়ান শীর্ষ লিগ হিসেবে মধ্য মে’তে দর্শকশূন্য স্টেডিয়ামে বুন্দেসলিগা শুরু হয়েছিল। সর্বশেষ গত ৮ মার্চ সমর্থকদের সামনে জার্মান লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]