বিশ্বখ্যাত একাডেমি প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ ফুটবলে অনেকগুলো ব্যক্তিগত একাডেমি ও বাণিজ্যক কার্যক্রম চালু আছে। বাফুফের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যে সকল একাডেমি মান সম্পন্ন ফুটবলার তৈরি করবে তাদের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদানের মাধ্যমে পরিচিতি ও স্বীকৃতি প্রদান করবে বাফুেফে। এর জন্য একাডেমি প্রকল্প চালু করবে বাফুফে।
এছাড়া যেসব একাডেমি বাফুফে, এএফসি ও ফিফা স্বীকৃত মানদণ্ড পূরণ করবে তাদের দ্বৈত প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কার দেবে বাফুফে। মানদণ্ড বিচারে দেওয়া হবে এক, দুই বা তিন তারকার স্বীকৃতি।
এ বিষয়ে একাডেমি প্রতিনিধিদের নিয়ে একটি জুম সভার আয়োজন করে বাফুফের টেকনিক্যাল বিভাগ। সেখানে পুরস্কারের জন্য প্রকল্প , নির্দিষ্ট তথ্য অনুসন্ধান প্রক্রিয়া এবং মূল্যায়ন প্রক্রিয়াসহ নানা বিষয় উপস্থাপন করা হয়।
পেশাদার প্রক্রিয়ার অংশ হিসেবে বাফুফে একাডেমিগুলোর জন্য মানদণ্ডের একটি চেকলিস্ট প্রদান করে। যেখানে একাডেমির মানদণ্ডের বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। চেকলিস্টের পাশাপাশি দেওয়া রয়েছে ঠিক চিহ্ন, যার মাধ্যমে দেখানো হয়েছে বর্তমান একাডেমি পরিচালনার জন্য কোন মানদণ্ড নিয়ে কাজ করতে হবে।
এছাড়া একাডেমিগুলোকে তাদের নিজেদের সম্পর্কে সঠিক তথ্য বাফুফের টেকনিক্যাল কমিটির কাছে উপস্থাপন করতে হবে। যাতে করে বাফুফে তাদের কাজের মান নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারে এবং তাদের জন্য এক, দুই বা তিন তারকার স্বীকৃতি নির্ধারণ করতে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]