শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়ে মাঝপথে সরে দাঁড়ালেন বাদল রায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০
শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়ে মাঝপথে সরে দাঁড়ালেন বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন বর্তমাস সহ-সভাপতি বাদল রায়। শনিবার ৯১২ সেপ্টেম্বর) নির্বাচনে সভাপতির প্রার্থীতা থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক এ কৃতি ফুটবলার।

বাদল রায়ের স্ত্রী বাফুফে ভবনে গিয়ে স্বামী বাদলের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান। পরে বাফুফে তার আবেদনপত্রটি গ্রহণ করেছে। তবে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন এখন সিদ্ধান্ত নেবেন বাদল রায়ের এ আবেদনপত্র গ্রহন করবেন কি-না।

বাদল রায় এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, সালাহউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেবেন না। সেই কথার প্রতিফলন ঘটিয়ে প্রার্থী হন তিনি। নির্বাচনের শেষ সময় পর্যন্ত মাঠে থেকে যাওয়ার প্রত্যয়ও ঘোষণা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রার্থীতা থেকে সড়ে দাঁড়ালেন বাদল রায়।

বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় সংবাদমাধ্যমে বলেন, ‘ফুটবলের জন্য ও (বাদল) কাজ করতে চেয়েছিল। কিন্তু এখন দেখছি তার শরীর আসলে ভালো যাচ্ছে না। স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার পরিবার, আমার ছেলে-মেয়েসহ যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে, সে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। সেই জন্যই প্রার্থিতা প্রত্যাহার করতে এসেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্য কোনও দিক দিয়ে কোনও চাপ ছিল না। নির্বাচন করতে গেলে অনেক চাপ আসবে। শারীরিক চাপ। ক্যাম্পিং করতে হলে লোকজনের সঙ্গে কথা বলা। নির্বাচন করতে গেলে ওর শরীর আরও খারাপ হতো। সে জন্য প্রত্যাহার করতে আসা। আর কোনও দিক থেকে চাপ আসছিল কি-না তা জানি না।’

এদিকে বাদল রায় সরে দাঁড়ালেও জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক এখনও সাভাপতি পদে সালাহ উদ্দিনের বিপক্ষে প্রার্থী আছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফে নির্বাচনে জমা দেওয়া ৪৯ মনোনয়নপত্রই বৈধ

বাফুফে নির্বাচনে জমা দেওয়া ৪৯ মনোনয়নপত্রই বৈধ

ক্লাবগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

ক্লাবগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান জেমি

নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান জেমি

ক্রিকেটের মতো ফুটবলেও অবকাঠামোর উন্নয়ন চান জেমি ডে

ক্রিকেটের মতো ফুটবলেও অবকাঠামোর উন্নয়ন চান জেমি ডে