নানা নাটকীয়তার পর বার্সেলোনাতে আরও একবছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে অভিমান ভুলে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রশিক্ষণ শুরু করেতে যাচ্ছেন ছয়বারে ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল যাদুকর।
বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক পরাজয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোচ বরখাস্ত এবং মেসির চলে যাওয়ার বিষয়সহ নানা ধকল সামলিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে বার্সেলোনা। সবকিছু স্বাভাবিক হওয়ার সাথে সাথে মেসির ফিরে আসা নিয়ে বেশ আনন্দিত নতুন কোচ কোম্যান। মেসির থেকে যাওয়ার সিদ্ধান্তে ক্লাবের সকলকে ভীষণ খুশি বলেন জানিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার। প্রত্যেকেই জানে যে ‘ও’ (মেসি) পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার। স্বাভাবিকভাবেই তাকে নিজের দলে পাওয়া একটা ব্যতিক্রমী ব্যাপার। মেসির ফুটবল কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা কারও নেই।’
বার্সেলোনার নতুন এ কোচ বলেন, ‘আসন্ন মৌসুমে ওকে (মেসি) দলের সঙ্গে পাওয়া বার্সেলোনার পক্ষে দারুণ ব্যাপার। দলের প্রত্যেকেই দারুণ খুশি এ ঘটনায়। তবে মেসিকে এখন ওর সেরা ফুটবল উপহার দেওয়ার জন্য মনের মতো পরিবেশ তৈরি করে দেওয়াটা অত্যন্ত জরুরি।’
চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্রামে থাকা বার্সেলোনা নতুন মৌসুমে প্রথম মাঠে নামবে ২৭ সেপ্টেম্বর (রোববার)। প্রতিপক্ষ ভিল্লারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে হাতে বেশ সময় রয়েছে বার্সার। তার আগে অনুশীলন ম্যাচ দিয়ে দলের ফাঁক-ফোকর বুঝে নিতে চাইছেন কোম্যান। সেই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতি ম্যাচ সম্পর্কে বার্সার ডাচ কোচ বলেন, ‘ম্যাচের স্কোরলাইন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বরং ট্যাকটিকসটাই আসল। আমাদের অনুকূলে যখন বল থাকবে তখন বল ধরে কীভাবে প্রতিপক্ষকে চাপে রাখতে হবে কিংবা প্রতিপক্ষের পায়ে বল থাকলে আমাদের স্ট্র্যাটেজি ঠিক কী হওয়া উচিৎ, এসব ব্যাপারগুলোই আমরা ম্যাচে দেখে নেব।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]