বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ নির্বাচনে জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জমা পড়া সবগুলো মনোনয়নপত্রই বৈধ বলে জানানো হয়।
মনোনয়নপত্র বৈধ হলেও তফসিল অনুযায়ী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ইচ্ছা করলে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যদিও এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে রোববার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে মনােনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। বাফুফে নির্বাচন কমিশন কর্তৃক সকল মনােনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোন ফরমে প্রার্থীর প্রদত্ত তথ্যসমূহ অস্পষ্টতা/অসম্পূর্ণতা না থাকায় সকল প্রার্থীর মনােনয়নপত্র বৈধ বলে ঘােষণা করা হয়।
৩ অক্টোবর (শনিবার) প্যান প্যাসিফিক সােনারগাঁও হােটেলে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ৫-৭ সেপ্টেম্বর পর্যন্ত মনােনয়নপত্র বিক্রি এবং ৮ সেপ্টেম্বর জমা নেওয়া হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]