প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) শিবিরে করোনার থাবা পড়ায় নেইমার-এমবাপে-ডি মারিয়াদের মতো তারকাদের হারিয়ে দ্বিতীয় সারির দলে পরিণত হয়ে টমাস টুখেলের দল। যা প্রভাব পড়েছে লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম ম্যাচে। নিজেদের প্রথম ম্যাচেই লঁসের কাছে হেরেছে টুখেল শিষ্যরা।
লিগ শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে গেছে টমাস টুখেলের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইগনেসিয়া।
মাঠের ফুটবলে গত মৌসুমটা বেশ সফলভাবে শেষ করার পর নতুন মৌসুম শুরুর আগে বিপাকে পড়তে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার-এমবাপে ও ডি মারিয়ার মতো তারকা ফুটবলাররা।
দলের সাতজন করোনায় আক্রান্ত হওয়ায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে হয়েছে তাদেরকে। দলের তারকা ফুটবলাররা না থাকায় লঁসের বিপক্ষে হারতে হয়েছে তাদেরকে। বল দখলে এগিয়ে থাকলেও বড়সড় কোন আক্রমণ করতে পারছিলেন না তারা।
ম্যাচের ১৭তম মিনিটে লঁস তারকা ইগনেসিয়ার শট পোস্টে লাগলে গোল হজম করা থেকে বেঁচে যায় পিএসজি। ১৭তম মিনিটে বেঁচে গেলে শেষ রক্ষা হয়নি ৫৭তম মিনিটে। গোলরক্ষকের ভুলে বল পেয়ে বল জালে জড়ান ইগনেসিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লঁস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]