বাতিল হলো এএফসি কাপ-২০২০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০
বাতিল হলো এএফসি কাপ-২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বাতিল হলো এএফসি কাপ-২০২০। এশিয়ান ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওযা হয়েছে।

এএফসি কাপে পুনরায় মাঠে নামার লক্ষ্যে ক্যাম্প শুরু করেছিল বসুন্ধরা কিংস। তাদের সেই প্রচেষ্টা ভেস্তে গেল। এর আগে গত মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এএফসি কাপের খেলা স্থগিত করা হয়েছিল।

টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। পুনরায় মাঠে নামার আশায় চলতি মাসেই ক্যাম্প শুরু করেছিল তারা। তবে আসরটিই আর আলোর মুখ দেখলো না।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন ধরেই এএফসি কাপ নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার প্রতিযোগিতার ভাগ্য নির্ধারণে অনলাইন বৈঠকে বসেন এএফসির কর্মকর্তারা। সেখানেই আলোচনা শেষে আসর বাতিলেরন সিদ্ধান্ত নেওয়া হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

মেসির কারণে বদলে গেল ১০ বছরের অন্ধ শিশুর জীবন

মেসির কারণে বদলে গেল ১০ বছরের অন্ধ শিশুর জীবন

ওজিলের স্বপ্নের একাদশে নেই মেসি-নেইমার

ওজিলের স্বপ্নের একাদশে নেই মেসি-নেইমার

রিয়াল না রাখতে চাইলেও থাকতে চান বেল

রিয়াল না রাখতে চাইলেও থাকতে চান বেল