বাফুফে নির্বাচন : কোন প্রার্থীর বিরুদ্ধে আপত্তি নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০
বাফুফে নির্বাচন : কোন প্রার্থীর বিরুদ্ধে আপত্তি নেই

ছবি : বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ নির্বাচনে দাখিল করা মনোয়নপত্রের বিরুদ্ধে কোনো আপত্তি ওঠেনি। বুধবার (৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি তোলার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মেজবাহ উদ্দিন বলেন, রাজধানীর প্যান প্যাসিফিক সােনারগাঁও হােটেলে ৩ অক্টোবর (শনিবার) বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাফুফের নির্বাচন উপলক্ষে ৫ সেপ্টেম্বর থেকে ৭ তারিখ পর্যন্ত মনােনয়নপত্র বিক্রয় করা হয় এবং ৮ সেপ্টেম্বর মনােনয়নপত্র জমা নেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনােনয়নপত্রের উপর আপত্তি দাখিলের সময় নির্ধারিত ছিল। তবে কোন আপত্তি দাখিল হয়নি।

তিনি আরও বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) মনােনয়নপত্র যাচাই-বাছাই করা হবে, এরপর ১৩ সেপ্টেম্বর (রোববার) চূড়ান্ত মনােনয়নপত্র পাওয়াদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া এই সময়ের মধ্যে নির্বাচনের অন্যান্য প্রস্তুতি নেবে কমিশন।

নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদের সংবাদ সম্মেলনে সময় বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।

বাফুফের এ সাধারণ নির্বাচনে ২১ পদের জন্য ৪৯ জন মনোনয়নপত্র ক্রয় এবং জমা দিয়েছেন। যার মধ্যে সদস্য পদে প্রার্থী দ্বিগুণেরও বেশি। ১৫টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৬ জন। এর মধ্যে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলে ১৫ জন। বাকিরা আলাদাভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ দিনে পাল্টে গেছে বাফুফের নির্বাচনী দৃশ্যপট

শেষ দিনে পাল্টে গেছে বাফুফের নির্বাচনী দৃশ্যপট

বাফুফের নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

বাফুফের নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদোর গোলের সেঞ্চুরি

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো কনকাকাফ

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো কনকাকাফ