নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ঘুরে দাঁড়ালো ইতালি। নেদারল্যান্ডসকে তাদের মাঠে হারিয়ে উয়েফা নেশনস লিগের এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে ইতালি।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। দলের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলো বারেল্লা। প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। আর প্রথম ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকে ইতালি। বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোল করতে পারছিল না ইম্মোবিলরা। ম্যাচের ১৭তম মিনিটে লাৎসিও ফরোয়ার্ড ইম্মোবিলের শট লক্ষভ্রষ্ট হলে গোলের অপেক্ষা বাড়ে ইতালির। ম্যাচের ৩২তম মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ডাচরা। তবে জর্জিনিয়ো ভিনালডামের শট ডাচদের কাঙিক্ষত গোল এনে দিতে পারেনি।
৩৫তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির বাড়ানো বলে লরেন্সো ইনসিনিয় শট নিলে তাতেও গোলের দেখা পায়নি ইতালি। তবে বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধের যোগ করা সময়ে ইম্মোবিলের ক্রসে বুলেট গতির হেডে গোল করে দলকে এগিয়ে নেন নিকোলো বারেল্লা। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করা সুযোগ পেলেও তাতে গোল পায়নি কোন দল।
এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের সমান ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পোল্যান্ড। এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে চারে বসনিয়ার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]