ম্যানসিটি শিবিরে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২০
ম্যানসিটি শিবিরে করোনার হানা

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে আর মাত্র ৫দিন বাকি। এমন সময়ে ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ ও আইমেরিক ল্যাপোর্তের শরীরে করোনা শনাক্ত হয়েছে।। ক্লাবের পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যানচেস্টার সিটি জানায়, ফরাসি ডিফেন্ডার ল্যাপোর্তে ও আলজেরিয় আন্তর্জাতিক ফরোয়ার্ড মাহরেজ প্রিমিয়ার লিগ ও সরকারের আইন অনুযায়ী সেলফ আইসোলেশনে চলে গেছেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাদের মধ্যে ভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি। ক্লাবের সবার প্রত্যাশা নতুন মৌসুম শুরুর আগে দ্রুত সেরে উঠবেন এই দুই তারকা।’

শনিবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। তবে ২১ সেপ্টেম্বরের আগে ম্যানচেস্টার সিটির কোন ম্যাচ নেই। ওই দিন উলভসের মোকাবেলা করবে সিটিজেনরা। ইউরোপীয় টুর্নামেন্ট দেরিতে শেষ হওয়ায় সেখানে অংশ নেওয়া ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডকে বাড়তি বিশ্রাম দেওয়ার লক্ষ্যে তাদের ম্যাচ সূচি বিলম্বে ফেলা হয়েছে।

এক টুইট বার্তায় মাহরেজ লিখেছেন, ‘চমৎকার সব বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি ভালো আছি। সবাই নিরাপদে এবং সাবধানে থাকবেন।’ এদিকে ল্যাপোর্তে তার প্রতি সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, অচিরেই তিনি মাঠে ফিরবেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোবিহীন ম্যাচে পর্তুগালের দুর্দান্ত জয়

রোনালদোবিহীন ম্যাচে পর্তুগালের দুর্দান্ত জয়

জার্মান তারকা কেই হাভার্টজকে দলে ভেড়ালো চেলসি

জার্মান তারকা কেই হাভার্টজকে দলে ভেড়ালো চেলসি

যে কারণে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

যে কারণে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

বার্সেলোনাতেই থাকছেন মেসি

বার্সেলোনাতেই থাকছেন মেসি