স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকোকে চার বছরের জন্য স্থায়ী চুক্তিতে দলে ভিড়িয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়ন দলটি এ তথ্য নিশ্চিত করেছে।
২৭ বছর বয়সী রিকো গত সেপ্টেম্বরে এক মৌসুমের ধারে পিএসজিতে যোগ দিয়েছিলেন। সবধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে রিকো ১০টি ম্যাচ খেলেছেন।
পিএসজিকে লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও কোপা ডি লা লিগ শিরোপা জয় ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে সহযোগিতা করেছেন এ গোলরক্ষক।
বিবৃতিতে পিএসজি জানায়, ‘ক্লাব এ চুক্তির কারণে সার্জিওকে অভিনন্দন জানাতে চায়। ভবিষ্যতে পিএসজিতে তার সাফল্যের প্রতি শুভকামনা রইলো।’
স্পেনের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা রিকো সেভিয়ার হয়ে সবধরনের প্রতিযোগিতায় ১৭০টি ম্যাচ খেলেছেন। স্প্যানিশ ক্লাবটি ছাড়ার আগে জিতেছেন দুটি ইউরোপা লিগ শিরোপা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]