উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রত্যাশিতভাবে জয়ে পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলে জয়ে দিয়ে মিশন শুরু করলো দিদিয়ের দেশমের শিষ্যরা।
স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে এমবাপে-গ্রিজমানের ফ্রান্স। দলের হয় একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে।
নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে প্রত্যাশিত ছন্দে ছিলেন না বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রান্সের মতো চেনা ছন্দে ছিল না সুইডেনও। তবুও এমবাপের নৈপূণ্যে জয় নিয়ে মাঠে ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের ৪১তম মিনিটে গোল করেন এমবাপে। তাতে করে ১-০ গোলের লিড নেয় ফ্রান্স।
শেষ পর্যন্ত আর কোন গোল না হলেও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন অ্যান্টোনি গ্রিজমান। গোল করতে না পেরে উল্টো হতাশা বাড়ান তিনি। যোগ করা সময়ে অ্যান্টোনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু স্পট কিকে গোল করতে ব্যর্থ জন গ্রিজমান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]