খুব করে চেয়েছিলেন নেইমার খেলুক, কিন্তু জিনেদিন জিদানের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির জার্সিতে থাকছেন না ব্রাজিলিয়ান তারকা। তবে তিনি না থাকলেও ফরাসি দলটিকে মোটেও সহজভাবে নিচ্ছেন না রিয়াল কোচ।
ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে অ্যাঙ্কেলে চোটে পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। যাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৩-১ গোলে হেরে আসায় ঘরের মাঠের ফিরতি লেগ পিএসজির জন্য বাঁচা-মরার লড়াই। প্যারিসের ক্লাবটির কোচ ‘যুদ্ধ’ ঘোষণা করলেও নেইমারের না থাকাটা খেলার যে মারাত্মক প্রভাব ফেলবে, সেটা না বললেও চলে।
জিদান অবশ্য কোনোভাবেই পিএসজিকে হালকা করে নেওয়ার সুযোগ দেখছেন না। তার মতে, নেইমারের অভাব পূরণের জন্য অনেক ভালো মানের খেলোয়াড় আছেন ফরাসি ক্লাবটিতে। শনিবার গেতাফের বিপক্ষে লিগ ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফরাসি কিংবদন্তি কথা বলেছেন চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগ নিয়ে। নেইমারবিহীন পিএসজিতে সতর্ক জিদান, ‘পিএসজি খুব শক্তিশালী দল। নেইমারের বদলে যে খেলোয়াড় খেলবে, নিশ্চিতভাবে সেও ভালো। তাই আমরা মোটেও ভাবছি না নেইমারকে ছাড়া কাজটা সহজ হবে আমাদের।’
ব্রাজিলিয়ান তারকাকে খুব করে চেয়েছিলেন ফিরতি লেগে। এর আগে এক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছিলেন, ‘আশা করছি নেইমার সুস্থ হয়ে উঠবে। আমি কখনোই চাই না প্রতিপক্ষের কোনও খেলোয়াড় ইনজুরিতে থাকুক।’ তখনও আশা ছিল নেইমারের দ্বিতীয় লেগ খেলার। কিন্তু এখন সেই সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের প্রতি রিয়াল কোচের সহানুভূতি, ‘ওর জন্য দুঃখ হচ্ছে আমাদের। তবে এই মুহূর্তে আমাদের সব নজর (গেতাফের বিপক্ষে) শনিবারের ম্যাচে।’