পিএসজিতে আরও তিনজন করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০
পিএসজিতে আরও তিনজন করোনা আক্রান্ত

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাস বেশ ভালোভাবেই চেপে বসেছে পিএসজিতে। ডি মারিয়া, লিয়েন্দ্রো পারাদেস ও নেইমারের পর পিএসজিকে আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে ফরাসী দৈনিক এল ইকুইপ জানিয়েছে, নতুন আক্রান্তরা হলেন- ডিফেন্ডার মার্কিউনোস, গোলরক্ষক কেইলর নাভাস ও ফরোয়ার্ড মাউরো ইকার্দি।

ক্লাবটিতে এখন পর্যন্ত ছয়জন করোনা আক্রান্ত হলেন। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) লিগ ওয়ানে লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করার কথা বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একসঙ্গে এতোজনের করোনা আক্রান্তের পর তাদের প্রথম ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

লিগ ওয়ান কর্তৃপক্ষ করোনার বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করেছে। বরা হয়েছে, কোন ক্লাবের চারজন বা তার বেশি করোনা আক্রান্ত হলে তাদের পরবর্তী ম্যাচ বাতিল করা হবে। সেই হিসেবে প্রথম ম্যাচ বাতিল হতে পারে পিএসজির।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর স্প্যানিশ দ্বীপ ইবিজাতে বেড়াতে গিয়েছিলেন পিএসজির কয়েকজন ফুটবলার। নেইমার, ডি মারিয়া আর পারাদেস ওই দ্বীপে ছুটি কাটাতে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে বলা হচ্ছে। একই দ্বীপে গিয়েছিলেন গোলরক্ষক কেইলর নাভাস, ফরোয়ার্ড মাউরো ইকার্দি ও অ্যান্ডার হেরেরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর পায়ে সংক্রমণ, খেলা নিয়ে শঙ্কা

রোনালদোর পায়ে সংক্রমণ, খেলা নিয়ে শঙ্কা

ঘরের মাঠে স্পেনের বিপক্ষে পয়েন্ট হারালো জার্মানি

ঘরের মাঠে স্পেনের বিপক্ষে পয়েন্ট হারালো জার্মানি

থ্রিলারে রূপ নিচ্ছে মেসির দলবদল

থ্রিলারে রূপ নিচ্ছে মেসির দলবদল

নেইমারের শরীরে করোনা শনাক্ত

নেইমারের শরীরে করোনা শনাক্ত