রোনালদোর পায়ে সংক্রমণ, খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০
রোনালদোর পায়ে সংক্রমণ, খেলা নিয়ে শঙ্কা

ফাইল ফটো

দীর্ঘ বিরতি শেষে উয়েফা নেশনস লিগ দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। তবে এ ম্যাচে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দলের গুরুত্বপূর্ণ তারকা ফটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে সংক্রমণ ধরা পড়েছে।

মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চোটের কারণে অনুশীলনে অংশ নিতে পারছেন না রোনালদো। যার ফলে রোববার (৬ সেপ্টেম্বর) পর্তুগালের প্রথম ম্যাচে রোনালদোকে পাওয়া অনিশ্চিত।

এদিকে দেশের হয়ে শততম গোলের অপেক্ষায় রয়েছেন রোনালদো। একটি মাত্র গোল করতে পারলেই দেশের হয়ে শততম গোল করার কীর্তি গড়বেন তিনি। তবে সেই মাইলফলকের জন্য অপেক্ষাটা হয়তো আরও বাড়ছে জুভেন্টাসের এ ফরোয়ার্ডের।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ক্রিস্টিয়ানো রোনালদো বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের অধিনায়ক বুধবার (২ সেপ্টেম্বর) জিম করলেও তার ডান পায়ে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে রোনালদোর অ্যান্টিবায়োটিক চিকিৎসা চলছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলে নেই রোনালদো

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলে নেই রোনালদো

চ্যাম্পিয়নস লিগে সেরা গোলদাতা রোনালদো

চ্যাম্পিয়নস লিগে সেরা গোলদাতা রোনালদো

বিশ্ব জয় করতে চান রোনালদো

বিশ্ব জয় করতে চান রোনালদো

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব