চলতি বছরের ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে ১৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে কারো করোনা উপসর্গ থাকলে সে ভোট দিতে পারবে না।
বৃহস্পতিবার বিকাল ৪টায় তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে, প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন বলেন, ‘ডেলিগেট এবং সংশ্লিষ্ট অন্যদের মধ্যে যাদের করোনা উপসর্গ থাকবে, তারা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না এবং ভোট দিতে পারবেন না।’
তফসিল অনুযায়ী, ৫ সেপ্টেম্বর শুরু হবে মনোনয়পত্র বিতরণ, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়পত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে ৮ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে ১৩ সেপ্টেম্বর। ভোট গ্রহণের তারিখ ৩ অক্টোবর।
চলতি বছরের ৩০ এপ্রিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষে ২০ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের নতুন তারিখ অনুমোদন দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]