মেসিকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিৎ : রামোস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০
মেসিকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিৎ : রামোস

দীর্ঘ দুই দশক কাটানোর পরও আর্জেন্টাইন এই সুপারস্টারকে দল ছাড়তে বাঁধা দিচ্ছে বার্সেলোনা। এ নিয়ে স্প্যানিশ তারকা সার্জিও রামোস বলেছেন, নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার লিওনেল মেসির আছে এবং তাকে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিৎ।

জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে নামার আগে এই স্প্যানিশ তারকা বলেন, ‘নিজের ভবিষ্যত গড়ার অধিকার তার (মেসি) আছে। তবে যথার্থ সেরা পথেই তিনি এটি করছেন কি-না আমি জানিনা। স্প্যানিশ ফুটবল, বার্সেলোনা এবং আমাদের ক্ষেত্রে সবাই চায় সেরাটিকে জয় করতে। আমরাও চাই সে এখানেই থাকুক।’

ঘরোয়া এবং ইউরোপীয় লড়াইয়ে রিয়াল মাদ্রিদ তারকা রামোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মেসি। এই দুই জনের বয়সও প্রায় সমান। লা লিগার শিরোপা জয়েও দুইজন লাভ করেছেন প্রায় সমান সম্মান। বিগত ১৬ বছর ধরে দুই জনের দল দুটি ভাগাভাগি করে জিতে আসছে লা লিগার শিরোপা।

৩৪ বছর বয়সী রামোস মনে করেন সর্বকালের সেরা ফুটবলাররা চলে যাওয়া মানে স্প্যানিশ ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। রামোস বলেন, ‘লিও নিজ দলের পাশাপাশি স্প্যানিশ লিগকেও সমৃদ্ধ করেছেন। এল ক্লাসিকোকে আরও সৌন্দর্য্যমন্ডিত করে তুলেছেন। কারণ আপনি চাইবেন সেরা দলটির বিপক্ষে জয় পেতে। আর তিনি হচ্ছেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মেসি অর্জন করেছেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

মেসির জন্য ম্যানসিটির ৭৫০ মিলিয়ন ইউরোর প্যাকেজ

মেসির জন্য ম্যানসিটির ৭৫০ মিলিয়ন ইউরোর প্যাকেজ

মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের চিঠি

মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের চিঠি