‘মেসি না থাকলে বার্সেলোনায় নতুন তারকা সৃষ্টি হবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০
‘মেসি না থাকলে বার্সেলোনায় নতুন তারকা সৃষ্টি হবে’

ফাইল ফটো

দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন লিওনেল মেসি। শুধুমাত্র রিলিজ ক্লজে আটকে আছে মেসির যাওয়া-না যাওয়ার সুরাহা। এদিকে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ মনে করেন, মেসি চলে গেলে লা লিগার বড় ক্ষতি হবে। তবে মেসি না থাকলে বার্সেলোনায় নতুন তারকা সৃষ্টি হবে।

বার্সেলোনা ও লিওনেল মেসির ঝামেলা এখন বড় আকার ধারণ করেছে। মেসি রিলিজ ক্লজ ছাড়া চলে যেতে চাইলেও বার্সেলোনা তাতে রাজি নয়। এর মধ্যে লা লিগা জানিয়ে দিয়েছে, মেসিকে অবশ্যই রিলিজ ক্লজ মিমাংসা করে ক্লাব ছাড়তে হবে। এদিকে বার্সেলোনার প্রেসিডেন্টের সাথে মেসির বাবা বৈঠক করলেও কোন ফল আসেনি।

বার্সেলোনা ছাড়ছেন মেসি, এমন খবরের পর থেকে চারিদিকে আলোচনার তুঙ্গে এ আর্জেন্টাইন তারকা। বার্সেলোনা ছেড়ে অন্য কোন ক্লাবে পাড়ি জমাবেন এ ফুটবল জাদুকর তা নিয়েও আলোচনার অন্ত নেই। বেশিরভাগ গণমাধ্যমের দাবি বার্সেলোনা ছাড়লে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যাবেন মেসি।

কয়েকদিন আগে মেসি-ইস্যু নিয়ে বিবৃতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। অনেকের ধারণা রোনালদোর মতো মেসিও চলে গেলে বড় ক্ষতির মুখে পড়বে লা লিগা। অন্য সবার মতো রিয়াল মাদ্রিদের ক্রোশিয়ান তারকা লুকা মড্রিচও মনে করেন মেসির চলে যাওয়া লা লিগার বিশাল ক্ষতি হবে। তবে তিনি মনে করেন মেসি চলে গেলে বার্সেলোনার অন্য খেলোয়াড়রা তারকা হওয়ার সুযোগ পাবেন।

বার্তা সংস্থা এএফপিকে মদ্রিচ বলেন, ‘এটি লা লিগার জন্য বিশাল ক্ষতি হবে। যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার সময় হয়েছিল। তবে আপনি সবসময় অতীত সম্পর্কে ভাবতে পারবেন না, এটাই ফুটবল।’

তিনি আরও বলেন, ‘এটি যদি হয় (মেসির চলে যাওয়া) তবে এটি লিগের সুনামের জন্য বিশাল ক্ষতি হবে। তবে আমাদের এগিয়ে যাওয়া দরকার। অন্যান্য খেলোয়াড়রা তারকারা হয়ে উঠবেন। যখন রোনালদো চলে গেলেন, তখনও একই ঘটনা ঘটেছিল। রোনালাদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ যেভাবে চলছিল, মেসিকে ছাড়া বার্সেলোনা এবং লা লিগার একই অবস্থা হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

মেসির জন্য ম্যানসিটির ৭৫০ মিলিয়ন ইউরোর প্যাকেজ

মেসির জন্য ম্যানসিটির ৭৫০ মিলিয়ন ইউরোর প্যাকেজ

মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের চিঠি

মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের চিঠি

রিলিজ ক্লজে আটকা মেসি, গুণতে হবে ৭শ’ মিলিয়ন ইউরো

রিলিজ ক্লজে আটকা মেসি, গুণতে হবে ৭শ’ মিলিয়ন ইউরো