জার্মানির বর্ষসেরা ফুটবলার রাবর্ট লেভানডোভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ এএম, ৩১ আগস্ট ২০২০
জার্মানির বর্ষসেরা ফুটবলার রাবর্ট লেভানডোভস্কি

জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানডোভস্কি। বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জার্মানির বর্ষসেরা ফুটবলারের মুকুট পড়লেন এই স্ট্রাইকার।

স্পোর্টস ম্যাগাজিন কিকারের আয়োজনে সাংবাদিকদের ভোটে বায়ার্ন মিউনিখের তারকা এ স্ট্রাইকার বর্ষসেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। লেভানডোভস্কি সর্বোচ্চ ২৭৬ ভোট পেয়েছেন।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ ভোট পেয়েছেন টমাস মুলার এবং তৃতীয় হওয়া জশুয়া কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।

৩২ বছরের লেভানডোভস্কি গত মৌসুমে বুন্ডেসলিগায় ৩৪ গোল, জার্মান কাপে ৬ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। সব প্রতিযোগিতা মিলে ৪৭ ম্যাচে লেভানডোভস্কি ৫৫টি গোল করেছেন।

বর্ষসেরা ফুটবলারের মুকুট পড়ার পর লেভানডোভস্কি বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে এবং পুরো দলের হয়ে কঠোর পরিশ্রম করেছি। যা দুর্দান্তভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেলা হয়েছে।’

অন্যদিকে বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো হান্স ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্ন ভঙ পিএসজির, ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন

স্বপ্ন ভঙ পিএসজির, ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

শিরোপা ধরে রাখলো বায়ার্ন, লেভানডোভস্কির রেকর্ড

১৫ মিনিটেই চার গোল, লেভানডোভস্কির ইতিহাস

১৫ মিনিটেই চার গোল, লেভানডোভস্কির ইতিহাস