রিলিজ ক্লজ ছাড়া লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চাইলেও তা আর হচ্ছে না। স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা জানিয়েছে, বার্সেলোনা ছাড়তে চাইলে চুক্তি অনুযায়ী মেসিকে রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে হবে।
রোববার (৩০ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে এক প্রেস নোটে এমন তথ্য জানিয়েছে লা লিগা। প্রেস নোটে বলা হয়, সম্প্রতি সময়ে বার্সেলোনা ও মেসি চুক্তি নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। লা লিগা মনে করে, এটি পরিষ্কার করা দরকার।
লা লিগা বলে, লিওনেল মেসির সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ এখানো কার্যকর রয়েছে। এছাড়া রিলিজ ক্লজ ছাড়া মেসির বার্সেলোনার ছাড়া তারিখ ছিল চলতি বছরের ২৬ জুন। যেটির সময় শেষ হয়ে গেছে। এখন মেসি বার্সেলোনা ছাড়তে চাইলে তাকে রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।
রিলিজ ক্লজ একজন পেশাদার ক্রীড়াবিদদের বিশেষ কর্মসংস্থানের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে উল্লেখ করে বলা হয়, রিলিজ ক্লজের অর্থ প্রদান ছাড়া পূর্বের ভিসা প্রক্রিয়াও লা লিগা গ্রহণ করবে না।
এদিকে গোলডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, বার্সেলোনায় লিওনেল মেসি রিলিজ ক্লজে অর্থের পরিমাণ ৭শ’ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার কোটি টাকা।
লা লিগার এ প্রেস নোটের পর রিলিজ ক্লজ ছাড়া বার্সেলোনা ছাড়তে মেসি যে আবেদন করেছেন তা অনেকটা জটিল হয়ে গেল। যদিও মেসির আইনজীবীদের দাবি, করোনার কারণে লিগ পিছিয়ে যাওয়ায় আইনগতভাবে রিলিজ ক্লজের তারিখও পেছাতে হবে।
অন্যদিকে, ফুটবল বিশেষজ্ঞদের ভাষ্য- মেসি ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে মেসি যদি সত্যই বার্সেলোনাকে বিদায় বলেই দেন তাহলে ম্যানসিটির পক্ষে রিলিজ ক্লজ দিয়েই মেসিকে দলে ভেড়াতে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]